v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-01 20:18:37    
স্যু রুওস্যুয়ানের এলবাম

cri
    আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি বসন্তের একগুচ্ছ রঙিন ফুলের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য চীনের বিখ্যাত কন্ঠ শিল্পী লিউ ওয়েইওয়েই-এর কিছু বিদেশী গান শোনাবো এবং গানগুলোর ব্যাখ্যা করবো।  

    এখন আপনারা যে গান শুনছেন, তা জনপ্রিয় শিল্পী লিউ ওয়েইওয়েই-এর ইতালী ভাষায় গাওয়া গান 'আমার সুর্য'। এটা হচ্ছে ইতালির একটি সবচে' জনপ্রিয় গান। গানটিতে প্রেমিক-প্রেমিকার হাসিকে 'সুর্যের' সঙ্গে তুলনা করা হয়। এ গানে সুর্যের প্রশংসা করার মধ্য দিয়ে সত্যিকার ভালোবাসার কথা প্রকাশ করা হয়েছে। গানের কথা এমন হলঃ আ! কত অপূর্ব সুন্দর এই গৌরবোজ্জ্বল সুর্যের আলো! ঝড়ের পর, আকাশ কত পরিষ্কার! সুর্য যেন চেয়ে আরো সুন্দর হয়ে জ্বলছে। আ! আমার সুর্য, আমার প্রিয় তুমি।

    লিউ ওয়েইওয়েই চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউটের কন্ঠশীলন ও গীতিনাট্য বিভাগ থেকে স্নাতক হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি ইতালির আদর্শ গায়ক গিনো বেছির পেইচিংয়ে আয়োজিত আদর্শ সংগীতের ক্লাসে নিয়মিত অংশ নিয়েছেন। ফলে তাঁর সংগীত ক্ষেত্রে গিনো বেছির প্রভাবাধীন ইতিবাচক দিকগুলো ফুটে উঠেছে। ১৯৮৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্বাতক ডিগ্রী লাভের পর, তিনি চীনের কেন্দ্রীয় অপেরায় প্রবেশ করেন। একই বছর ব্রাজিলে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক কন্ঠ সংগীত প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক অর্জন করেন।

    লিউ ওয়েইওয়েই খুবই সৌভাগ্যবান শিল্পী। অপেরায় প্রবেশের পাশা পাশি তিনি গীতিনাট্য 'ম্যাডাম প্রজাপতি' ও 'কামেন'এর মহড়ায় অংশ নিয়েছেন। সাফল্যের সঙ্গে দুটো গীতিনাট্যে সংগীত পরিবেশনের পর, লিউ ওয়েইওয়েই খুঁজে পেয়েছেন তার জীবনের সাফল্যের পথকে। নিমগ্ন হতে পেরেছেন আরো বেশী চর্চায়।

    এখন আপনারা যে গান শুনছেন, তার লিউ ওয়েইওয়েই-এর গাওয়া 'ফেদেরিকো'। এটা এফ সিলেয়ার অপেরা 'এল আর্লেসিয়েন' থেকে নেয়া। কৃষক ফেদেরিকো এল আর্লেসিয়েনের মেয়ের সঙ্গে প্রেম করে। কিন্তু মেয়েই অন্য একজন পুরুষের সঙ্গে চলে গেছে। গীতিনাট্যের শেষে, ফেদেরিকো তার গানের মধ্য দিয়ে নিজের পাওয়া না পাওয়ার দুঃখের স্মৃতিগুলোর প্রকাশ করেছেন মর্মস্পর্সী সুরের ধারায়। গানের কথা এমনঃ এটি তো একটি অতি সাধারণ গল্প। বেচারা তরুণ নিজেই অনেক কিছু বলতে চায় বলবত চায় তার জীবনের কথা ভালোবাসার কথা। কিন্তু সে ঘুমিয়ে পরে। স্বপ্নে সে সব কিছু ভুলে যায়। কি চমত্কার স্বপ্ন! আমিও ঘুমাতে চাই এবং স্বপ্নের ভেতর সব কিছুই ভুলে যাবো আর চলে যাবো আরেক জগতে! কিন্তু এটা হচ্ছে একটি অবাস্তব কল্পনা। যাই করিনা কেন আমার চোখের সামনে সব সময়ই তার মিষ্টি চেহারাটা ভেসে থাকে চলমান ছবির মতই।

    এর পর, লিউ ওয়েইওয়েই 'লা দেইম অক্স ক্যামেলিয়া' ও 'মার্কো পোলো'সহ অনেক দেশী-বিদেশী অপেরায় সংগীতে অংশ নিয়েছেন। তার উত্কৃষ্ট গাওয়া ও নিখুঁত পরিবেশনা দর্শকদের প্রশংসা পেয়েছে। এখন শুনুন লিউ ওয়েইওয়েই গাওয়া ইতালির অপেরা 'তুরানদট'-এর বিখ্যাত অংশ 'নেস্সুন দর্মা'। গানটিতে নায়ক রাজকুমারী তুরানদটের ধাঁধা অনুমান করতে পারে, তাকে সুখী জীবনের প্রতি মোহনীয় করে তোলার কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন হলঃ ঘুমিয়ে থেকো না, আমার সুন্দরী রাজকুমারী। তোমার ঠান্ডা ঘরের, ছাদের ওপর দেখো কত তারা। আমি লুকিয়ে আছি তা আমি বলবো না। কেউই জানে না যে আমি কে। যখন সুর্য উঠবে, তখন তোমাকে জানাবো আসলে আমি কে। কাকে ভোরে, দেখবে আমার বিজয় পতাকা উড়ছে। আচ্ছা, তাহলে আসুন আমরা এক সঙ্গে এই গানটি শুনবো।

    গীতিনাট্য ছাড়া, লিউ ওয়েই ওয়েই বহু বড় বড় কন্সার্ট পরিবেশনায় অংশ নিয়েছেন। এতে গাস্টা মাহলেরের 'ভূমির গান', জাপানের বিখ্যাত এন এচ কে সিমফনি দলের সঙ্গে বিটোফেনের নবম সিমফনিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন এবং তার সাফল্য অর্জিত হয়েছে ঈর্ষাজনকভাবে। বর্তমানে তিনি চীনের প্রাচ্য নৃত্যগীত দলের একক কন্ঠশিল্পী। আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে, আমরা এক সঙ্গে লিউ ওয়েই ওয়েইয়ের গাওয়া ইতালির অপেরা সেই সঙ্গে 'কাটালি' গানটি শুনবো। গানটিতে প্রেম থেকে বিচ্যুত হওয়া একজন তরুণ পুরুষের দুঃখের স্মৃতিকে তুলে ধরে তিনি গেয়েছেন অতি সাবলীল ভঙ্গিতে।

    এতক্ষণ আমি আপনাদের জন্য লিউ ওয়েই ওয়েই-এর গাওয়া কয়েকটি বিদেশী গান শোনালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।