ইস্রাইলের বিশেষ তদন্ত কমিটি ৩০ এপ্রিল তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টের ওপর এক সংবাদ সম্মেলনে গত বছর ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ভুল সিদ্ধান্তের কারণে সংঘটিত ইস্রাইল ও লেবানন যুদ্ধের তীব্র সমালোচনা করেছে। তবে সম্মেলনে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি জানানো হয়নি।
রিপোর্টে বলা হয়েছে, এহুদ ওলমার্ট পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হয়েই যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ভুল ছিল।
এদিন ওলমার্ট তাঁর অফিস থেকে টেলিভিশনে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন, তিনি গত বছরের যুদ্ধে ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করে নিয়েছেন। তবে তিনি বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি মন্ত্রী সভার বিশেষ সম্মেলন আয়োজন করবেন এবং কাজ চালিয়ে যাবেন।
এদিন ফিলিস্তিনের শীর্ষ আলোচনা প্রতিনিধি সায়েব ইরেকাত আশা প্রকাশ করেছেন যে, ইস্রাইলের এই রিপোর্ট ও তার ফলাফল এ অঞ্চলের পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না এবং দু'পক্ষের শান্তি প্রক্রিয়ায় বাধারও সৃষ্টি করবে না।
|