.jpg)
চীনের প্রথম প্রদেশ পর্যায়ের স্বায়ত্তশাসিত অঞ্চল --- অন্তঃর্মঙ্গোলিয়ায় ১ মে ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
১৯৪৭ সালের ১ মে উত্তর চীনে অবস্থিত অন্তঃর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার প্রতিষ্ঠিত হয়। সে সময় সমগ্র চীনের পুনর্গঠনের প্রস্তুতিপর্ব চলছে। গোটা অঞ্চলে তেমন কোন শিল্প প্রতিষ্ঠান ছিল না। পরিবহনের প্রধান বাহন ছিল শুধু উট ও ঘোড়ার গাড়ি। অন্তঃর্মঙ্গোলিয়ারনির্মাণের সমর্থনে চীনের কেন্দ্রীয় সরকার নানা সুবিধাজনক নীতি চালু করেছে এবং অন্তঃর্মঙ্গোলিয়াকে চীনের অর্থনৈতিক গঠনকাজের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলেছে। বর্তমানে অন্তঃর্মঙ্গোলিয়া চীনের গুরুত্বপূর্ণ কৃষি ও পশুপালন শিল্পের পণ্য এবং জ্বালানি সম্পদ ও কাঁচা মালের উত্পাদন এলাকায় পরিণত হয়েছে। পরিবহন ও যানবহন শিল্পের ক্ষেত্রেও দ্রুত উন্নতি হয়েছে। সংখ্যালঘু জাতির লোকসংখ্যা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। জনগণের গুণগত মান লক্ষণীয়ভাবে বেড়েছে। চীনের রাষ্ট্রীয় জাতি বিষয়ক কমিটির একজন কর্মকর্তা বলেছেন, অন্তঃর্মঙ্গোলিয় স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা ও বাস্তব অনুশীলন সঠিকভাবে নয়া চীনের জাতিগত সমস্যা সমাধানের জন্য একটি আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য জাতির অঞ্চলেও স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য পথ অন্বেষণের মধ্য দিয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে।
|