পেইচিং শহরের রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান লিউ জে চ্যুন সম্প্রতি বলেছেন , পেইচিং অলিম্পিক গেমস-২০০৮'র গণ স্বাস্থ্য ও নিরাপত্তার যাচাই কাজ পুরোদমে চলছে , যাতে সর্বাধিকভাবে গণ স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ ও নিরসন করাসহ অলিম্পিক গেমসের সাফল্যকে নিশ্চিত করা যায় ।
সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত গণ স্বাস্থ্য সংক্রান্ত একটি অধিবেশনে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , ২০০৬ সাল থেকে পেইচিংয়ে আয়োজিতব্য অলিম্পিক গেমসে গণ স্বাস্থ্যের ৮টি ক্ষেত্রের সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে । এই সব ক্ষেত্রে সংক্রামক রোগের ব্যাপক বিস্তৃতি , খাবারের জন্য সৃষ্ট রোগ , হোটেল , রেস্তোরাঁ ও অলিম্পিক গেমসের জন্য ব্যবহার্য বিশেষ হাসপাতালের জীবাণুনাশক কাজ অন্তর্ভুক্ত রয়েছে । এই সব ক্ষেত্রের ঝুঁকি যাচাই এবং তা কার্যকরভাবে প্রতিরোধ ও মোকাবেলার ব্যবস্থা নেয়ার মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস চলাকালীণ গণ স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক অলিম্পিক গেমসের নিয়মবিধিসমূহ নিশ্চিত করা যাবে ।
|