v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-01 20:01:37    
' একটি পৃথিবী ' নামক বড় আকারের চিত্রপ্রদশর্নী পেইচিংয়ে শুরু

cri
    চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস বিষয়ক কার্যালয় , চীনের সাহিত্য ও শিল্পকলা ফেডারেশন ও চীনের চিত্রশিল্পী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ' একটি পৃথিবী ' নামক চিত্রপ্রদশর্নী ২৮ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছে । এ প্রদশর্নীতে চীনের মূলভূভাগ এবং হংকং ও তাইওয়ানের দু শ'জন চিত্রশিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে । তাঁরা জাতি সংঘের ১৯২টি সদস্যদেশের সংস্কৃতির প্রতিনিধিত্বকারী পুরানিদশর্ন , স্থাপত্য , রীতিনীতি , ফুল ও পাখির ছবি একেঁছেন । এ চিত্রপ্রদশর্নী চীনের সর্বোচ্চ মানের চীনা শৈলীর চিত্রপ্রদর্শনীবলা যায় ।

    জানা গেছে , এ প্রদর্শনী ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস সস্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কর্মসূচী । পেইচিংয়ে প্রদর্শিত হওয়ার পর প্রদশর্নীটি চীনের অন্যান্য বড় বড় শহর , জাতি সংঘের সদর দপ্তর নিউইয়র্ক ও জেনেভা এবং বিশ্বের দশবারোটি দেশের রাজধানীতে প্রদর্শিত হবে।

    **পেইচিং ৭৯৮ শিল্পকলা উত্সব-২০০৭ পেইচিংয়ে শুরু

    পেইচিং ৭৯৮ শিল্পকলা উত্সব--২০০৭ ২৮ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছে ।

    ৭৯৮ শিল্প অঞ্চলের নামে আয়োজিত এই উত্সবে আধুনিক চিত্রশিল্প , ভাষ্কর্য শিল্প , আলোকচিত্র ও ভিডিওয়ের প্রদশর্নী থাকবে এবং সংগীত , নাচ ও অপেরার অনুষ্ঠান আয়োজন করা হবে ।

    ৭৯৮ শিল্প অঞ্চল পেইচিংয়ের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত । গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে এ অঞ্চলে অনেক কলকারখানা স্থানান্তরিত হয় । তাই কারখানাগুলোর পুরনো স্থাপত্য খালি রয়েছে । অনেক শিল্পী এ সব পুরনো স্থাপত্যে করিডর , গ্যালারী , বই দোকান ও হস্তশিল্প পন্য দোকান চালু করেন । দেশবিদেশের সব নতুন সাংস্কৃতিক উপাদান এ অঞ্চলে পাওয়া যায়। ইতোমধ্যে এ অঞ্চল ইতোমধ্যে চীনের আধুনিক শিল্পকলা প্রদশর্ন ও লেনদেনের একটি বিশেষ অঞ্চলে পরিণত হয়েছে ।

    **চীনের তৃতীয় আন্তর্জাতিক এনিমেশন ছবি উত্সবে মোট চার বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি স্বাক্ষরিত

    চীনের তৃতীয় আন্তর্জাতিক এনিমেশন ছবি উত্সব ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পূর্ব চীনের হানচৌ শহরে অনুষ্ঠিত হচ্ছে । এ পর্যন্ত মোট ৫০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এ গুলোর মোট মূল্য ৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এ উত্সবের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , চীন ক্যানাডা , যুক্তরাষ্ট্র , অষ্ট্রেলিয়া , সিঙ্গাপুর , ভারত , আরব আমিরাত , দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ।