v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-30 21:11:03    
২০০৭ সালে এ হসপিটালের সংখ্যা বেড়ে ১২৭টিতে দাড়ায়

cri
    শ্রীলংকার রাজধানী কলম্বোর কাছে অবস্থিত দুটি তেল স্থাপনায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিইর প্লেন থেকে বোমা হামলা চালানো হয়েছে। হামলায় একটি তেল স্থাপনার সামাস্য ক্ষতি হয়েছে। দেশটির বিমান বাহিনী এ খবর জানিয়েছে।

    স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, প্লেন হামালার জবাবে সেনাবাহিনী পাল্পা হামলা চালালে তারা বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পান। হাসপিটাল কর্মকর্তারা জানান, একটি জ্বালানি কেন্দ্রে কর্তব্যরত দু'ব্যক্তি বন্দুকযুদ্ধে আহত হন।

    বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, তামিল টাইগারদের প্লেনগুলো তিনটি বোমা নিক্ষেপ করে। বোমা তিনটির একটি পড়ে কলম্বো থেকে তিন কিলোমিটার উত্তরের কোলোন্নাওয়া তেল স্থাপনায়। আর অন্য দুটি আঘাত হানে শহর থেকে ১০ কিলোমিটার উত্তরের কেরাওয়ালাপিতিয়া তেল ডিপোয়।

    মুখপাত্র জানান, কোলোন্নাওয়া তেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি। তবে কেরাওয়ালাপিতিয়া স্থাপনায় কিছু ক্ষতি হয়েছে।

    ইনডিয়ায় ১৯৮৬ থেকে ২০০৭ সালের মার্চ পযর্ন্ত মোট ১ লাখ ৬৭ হাজার ৭৮ জন এইডসে আক্রান্ত হয়েছে। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ২৭ এপ্রিল এ তথ্য জানায়।

    ইনডিয়ার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী পি লক্ষ্মী এক প্রশ্নের লিখিত জবাবে জানান, ২০০৮ সালে মাত্র আটটি সরকরি হসপিটাল এইডস আক্রান্তদের সেবা দিয়েছিল। ২০০৭ সালে এ হসপিটালের সংখ্যা বেড়ে ১২৭টিতে দাড়ায়। প্রতিমন্ত্রী বলেন, সরকার এইডস রোগীদের সেবা দিতে হসপিটালের সংখ্যা ২৫০টি করার পরিকল্পনা নিয়েছে।

    তিনি বলেন, প্রাদেষিক স্বাস্থ্য বিভাগগুলো থেকে এইডস সংক্রান্ত সব তথ্য পাওয়া গেছে।

    ২৭ এপ্রিল রাতে নিউ ইয়ার্কের একটি টেলিভিশন চ্যানেলের বিশেষ জনপ্রিয় অনুষ্ঠান ' দি ডেইলি শো উইথ জন স্টুয়ার্ট-এ গিয়ার ছিলেন অতিথি। তিনি এ ঘটনা সম্পর্কে সেখানে বলেছেন, ইনডিয়ায় গোড়া দক্ষিণপন্থী একটি রাজনৈতিক দল আছে। তারা নৈতিক নজরদার হিসেবে কাজ করে। মামলার পেছনে তাদেরই কলকাঠি রয়েছে।

    এদিকে ধুম-টু মুভিতে চুমুর দৃশ্য নিয়ে মামলা ঠুকা হয়েছে বিহারের মুজফফরপুরের একটি আদালতে। ২৭ এপ্রিল ঋত্নিক রোশন এবং ঐশ্বরিয়া রাইয়ের নামে সমন জারি হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির হতে হবে।

    ভারত দুই বছর আগে সম্পাদিত ২ হাজার ২শ' কোটি টাকার প্রাকৃতিক গ্যাস চুক্তির প্রতি ইরানকে সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, চুক্তি থেকে সরে গেলে তেহরান বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।

    প্রেস ট্রাস্ট অব ইন্ডয়া জানায়, ২৮ এপ্রিল ভারতের তেলমন্ত্রী মুরলি দেওয়ার অনির্ধারিত তেহরান সফরের সময় বার্তাটি ইরানের নেতৃত্বের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

    দেওরা ইরানের কর্মকর্তাদের বলেন, তেহরান অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে কিন্তু তারা যদি ২০০৫ সালের জুনে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন থেকে পিছু হটে তাহলে জ্বালানির নির্ভরযোগ্য উত্স হিসেবচে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।

    দেওরার এক সফরসঙ্গীর বরাত দিয়ে সংবাদ সংস্থা জানায়, ভারতীয় প্রতিনিধি দল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ৫০ মিনিট স্থায়ী একটি চমত্কার বৈঠক করেছে। এ বৈঠকের শেষ দিকে মাহমুদ আহমেদিনেজাদ তার দেশের তেলমন্ত্রীকে চুক্তিটির আশু বাস্তবায়নের উপায় খুঁজে দেখার নির্দেশ দেন।

    ২ হাজার ২শ' কোট মার্কিন ডলারের এই চুক্তিটি বাস্তবায়িত হলে ভারত ইরান থেকে ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদে বর্ষিক ৫০ মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস পাবে। কিন্তু মূল্য নির্ধারণ নিয়ে জটিলতার কারণে চুক্তিটি বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। গত সপ্তাহে খবর বের হয়, ইরান প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিটের জন্য আএগ নির্ধারিত ৩.২ ডলারের পরিবর্তে অস্ত ৫.১ ডলার দাবি করর সিদ্ধান্ত নিয়েছে।

    বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের চুক্তি অনুস্বাক্ষরিত হয়েছে । চুক্তি অনুযায়ী বাংলাদেশের কক্সবাজারের গুনদুম থেকে মায়ানমারের বাউলিবাজার পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক বাংলাদেশের অর্থায়নে নির্মিত হবে । এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্র ও পর্যটন সুবিধা সম্প্রসারণসহ চীন ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে ।

    গত ২৭ এপ্রিল মায়ানমারের নতুন রাজধানী নে পে টাওতে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান ও মায়ানমারের পক্ষে সে দেশের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী উ থিনটশ চুক্তিতে অনুস্বাক্ষর করেন ।

    চুক্তি অনুস্বাক্ষর অনুষ্ঠানে মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম খায়রুজ্জামান , পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইকতিয়ার চৌধুরী এবং মায়নমারের যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক উ খিন মুয়াং সাই উপস্থিত ছিলেন ।