v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-30 21:00:13    
'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ পরিবেশিত হবে

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন, এখন 'গেল সপ্তাহ', পরিবেশন করছি আমি আবম ছালাউদ্দিন।

    প্রতি চিত্তাকর্ষক পরিবেশন শুরুর আগের মত প্রতি বার অলিম্পিক গেমসের আগেও ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজিত হয়। যাতে স্বাগতিক দেশের প্রস্তুত কাজ স্টেডিয়ামের ব্যবস্থা পরীক্ষা করা যায়। সম্প্রতি, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির খবরে প্রকাশ, আগামী জুলাই মাস থেকে ৪০টিরও বেশি পেইচিং অলিম্পিক গেমসের পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজিত হবে। এ ধারাবাহিক 'ভাগ্যবান পেইচিং' নামক প্রতিযোগিতার মাধ্যমে সার্বিকভাবে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ পরিবেশিত হবে। এখন আমি আপনাদের কাছে এ সম্বন্ধে কিছু বলবো।

    সম্প্রতি, ''ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক প্রতিযোগিতা সংক্রান্ত সংবাদ সম্মেলন পেইচিং অলিম্পিক সংবাদ কেন্দ্রে আয়োজিত হয়। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্যকর ভাইস চেয়ারম্যান ও 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির কার্যকর ভাইস চেয়ারম্যান ইয়াং শুআন এ ধারাবাহিক পরীক্ষা প্রতিযোগিতার প্রস্তুত কাজ বর্ণনা করেছে। তিনি বলেছেন, ২০০৭ সাল হল পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতের মূল বছর। এ বছরে পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতি কাজ মূলক সম্পন্ন, অলিম্পিক গেমসের স্টেডিয়াম এবং প্রথম পর্যায়ে প্রস্তুতি প্রতিযোগিতা সংস্থা আর পরিকল্পনা পরীক্ষা করা ও অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজে অংশ নেয়া কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অনুশীলন এবং পরীক্ষা করা হবে। সেজন্য, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতার ওপর উচ্চ গুরুত্ব দেয়। তিনি বলেছেন,

(রে ১)

    'আমরা এখান সবগুলো প্রতিযোগিতার কর্মসূচী নিশ্চিত করেছি। যেমন প্রতিযোগিতার সময়, স্টেডিয়াম, আকার মূলক নিশ্চিত হয়। সংশ্লিষ্ট স্টেডিয়াম প্রতিযোগিতার কর্মসূচীগুলো অনুযায়ী নির্মিত হচ্ছে। প্রতি প্রতিযোগিতার সাংগঠনিক কমিটি অন্যান্য প্রস্তুতি কাজ যেমন খেলোয়াড়দের আমন্ত্রণ, হোটেল ও সংশ্লিষ্ট পরিকল্পনা প্রস্তুত নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন এ ধারাবাহিক পরীক্ষা প্রতিযোগিতার পরিকল্পনা ও বিশের ভাগ প্রতিযোগিতার প্রস্তুতি কাজের প্রশংসা করে। প্রস্তুতি কাজ সুষ্ঠু চলছে।'

    জানা গেছে, 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক প্রতিযোগিতায় গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ২৮টি ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ২টি ইভেন্টের মোট ৪২টি প্রতিযোগিতা রয়েছে। এসব প্রতিযোগিতা পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী গেমসের স্টেডিয়াম ও অনুশীলন স্থানে আয়োজিত হবে। এরমধ্যে ২৬টি প্রতিযোগিতা এ বছরে হবে। এ ২৬টি প্রতিযোগিতার মধ্যে চীন ৮টি আন্তর্জাতিক ক্রীগা ফেডারেশনের সঙ্গে আয়োজন করবে। এ ৮টি প্রতিযোগিতা হবে যুবক রেসিং বোট বিশ্বচ্যাম্পিয়শীপ, আন্তর্জাতিক ভোলিবল ফেডারেশনের নারীদের বিচ ভোলিবল চ্যাম্পিয়নশীপ, বাইসিকল মোটারক্রোস(bicycle motorcross)বিশ্বচ্যাম্পিয়নশীপ, যুবক রেস্টলিং বিশ্বচ্যাম্পিয়নশীপ, মোর্ডন পেন্টাথলন(morden pentathlon) বিশ্বকাপের ফাইনাল, ট্রিয়াথলন (Triathlon ) বিশ্বকাপ, ফিল্ড বাইসিকল বিশ্বকাপ ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের টুর। এরছাড়া, অন্যান্য ১৮টি আন্তর্জাতিক আমন্ত্রণ প্রতিযোগিতা ও ওপেন, যেমন ছি হুয়াংতাও ও শেনইয়াং শহরে আন্তর্জাতিক নারীদের ফুটবল আমন্ত্রণ প্রতিযোগিতা, চীনের হংকং বিশেষ প্রশাসন অঞ্চলে হর্সম্যানশিপ(horsemanship) প্রতিযোগিতা ও ছিংতাও শহরে আন্তর্জাতিক ইয়টিং প্রতিযোগিতা আয়োজিত হবে। ছিনহুয়াতাও, শেনইয়াং ও হংকং হল পেইচিং অলিম্পিক গেমসের সহায়িত আয়োজিত শহর।

    'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক প্রতিযোগিতা অনেক সময় লাগবে। ইয়াং শুআন বলেছেন, এ ধারাবাহিক প্রতিযোগিতা শুধু যে অলিম্পিক গেমসের প্রতিযোগিতার স্টেডিয়ারম ব্যবহার করবে তা নয়, বরং অন্যান্য ব্যবস্থা ব্যবহার করবে।

    তিনি বলেছেন, যেকোনো প্রতিযোগিতা আয়োজন কররে, বিশেষ করে অলিম্পিক গেমস আয়োজনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আকস্মিক ঘটনার মোকাবেলার পরিকল্পনা। 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের আকস্মিক ঘটনা মোকাবেলার পরিকল্পনা পুর্ণাংগের ক্ষেত্রে কল্যাণকর হবে। এটি পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেছেন,

(রে ২)

    'যদি বাইরে প্রতিযোগিতায় বৃষ্টি পড়ে স্বাভাবিক কর্মসূচীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে কিভাবে মোকাবেলা করবে। সবাই সাংগঠক এ ধরণের সমস্যা সম্মূখীন হবে। তাদের উচিত কোনো প্রয়োজনীয় প্রস্তুত নেয়া। এটি হল উত্তেজনাময় মোকাবেলার পরিকল্পনা, সাংগঠনিক কাজের নিয়ম ও প্রয়োজনীয় প্রক্রিয়া।'

    যদি 'ভাগ্যবান পেইচিং' নামক পরীক্ষামূলক প্রতিযোগিতা সার্বিকভাবে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ পরিবেশিত হবে, তবুও এ ধারাবাহিক প্রতিযোগিতা ও পেইচিং অলিম্পিক গেমসের মূল ভিন্ন আছে। ইয়াং শুআন সম্মেলনে জোর দিয়ে বলেছেন, এ ধারাবাহিক প্রতিযোগিতা অলিম্পিক গেমস ২০০৮'র স্টেডিয়াম ব্যবহৃত হবে। কিন্তু পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অলিম্পিক গেমস ২০০৮'র আগে নতুন সাজাবে। সেজন্য যদি এ ধারাবাহিক প্রতিযোগিতা অলিম্পক গেমসের ব্যবস্থা ব্যবহৃত হবে, তবুও অলিম্পিক গেমস ২০০৮'র সময়ে এসব স্টেডিয়ামের নতুন সাজানো হবে। এ সম্বন্ধে ইয়াং শুআন বলেছেন,

(রে ৩)

    'এ ধারাবাহিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আমরা অলিম্পিক গেমস ২০০৮'র সময়ে ব্যবহৃত স্টেডিয়াম পরীক্ষা করবে। কিন্তু এ ধরণের পরীক্ষা প্রধানত প্রযুক্তির পরীক্ষা। সেজন্য বন্ধুরা 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতার সময়ে অলিম্পিক গেমস ২০০৮'র একমত স্টেডিয়াম দেখতে পারবেন না।'

    'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতা একটি বহুমূখীভাবে অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিকে পরীক্ষা করার সুযোগ। ইয়াং শুআন বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজে অংশ নেয়ার সবগুলো সংস্থার উচিত ভালভাবে এ পরীক্ষায় অংশ নেয়া। সবশেষে ইয়াং শুআন আন্তরিকভাবে আশা করেন, বিভিন্ন মহল ইতিবাচকভাবে এ ধারাবাহিক প্রতিযোগিতায় অংশ নেবে এবং সমর্থন করবে ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিকে এর মাধ্যমে অভিজ্ঞতা নেবে। যাতে 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পেইচিং অলিম্পিক কমিটি সফলভাবে অলিম্পিক গেমস ২০০৮ আয়োজনের কল্যাণকর হওয়া যায়।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ 'ভাগ্যবান পেইচিং' নামক ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতা সম্পর্কিত ক্রীড়া জগত নামক অনুষ্ঠানটি শুলেন। আপনারা ভাল থাকুন, সুস্থ্য থাকুন। আশা করি, আপনারা আগামী সপ্তাহে আবার এ সময়ে আমাদের অনুষ্ঠানটি শুনবেন। আবার কথা হবে।