চীনের উপ কৃষি মন্ত্রী নিউ ডেন চীনের মধ্য-দক্ষিণাঞ্চলীয় শহর নানছানে বলেছেন, বিংশ শতাব্দীর নব্বই দশকের পর চীনের সাহায্যে " গোল্ডন ট্রায়েঙ্গল" অঞ্চলে মাদকদ্রব্যের পরিবর্তে অন্যান্য শস্য চাষ করার ফলে , এখন এই অঞ্চলে আফিম গাছ চাষের আয়তন বিপুল মাত্রায় কমে গেছে। তিনি বলেছেন, এই অঞ্চলে শংকর ধান, রাবার, গ্রীষ্মমন্ডলীয় ফুল সহ বিভিন্ন শস্য চাষ করতে চীন সরকার মোট ৫০ কোটি ইউয়েন রেন মিন পি বরাদ্দ করেছে।
মাদকদ্রব্য দমন বিভাগের সর্বশেষ উপাত্ত অনুযায়ী, গোটা গোল্ডেন ট্রায়েঙ্গল অঞ্চলে আফিম গাছ চাষের আয়তন ২৪ হাজার এক শো হেকটর কমে গেছে।
|