|
|
 |
| (GMT+08:00)
2007-04-30 19:58:56
|
|
চীনের উপ প্রধান মন্ত্রী উ ই জোর দিয়ে বলেছেন পযর্টন শিল্পের উন্নয়ন তরান্বিত করতে হবে
cri
|
সম্প্রতিচীনের সংস্থাপনমন্ত্রণালয় ও রাষ্ট্রীয় পযর্টন ব্যুর্রোর উদ্যোগে আয়োজিতনিখিল চীন পর্যটন ক্ষেত্রের সাফল্য, আর্দশ ও সেরা শ্রমিকদের প্রশংসা সভায় চীনের উপ প্রধান মন্ত্রী উ ই জোর দিয়ে বলেছেন, বতর্মানে চীনের পযর্টন শিল্পের উন্নয়ন দুষ্প্রাপ্য ঐতিহাসিক সুযোগের মুখে দাঁড়িয়েছে। পর্যটন শিল্পে নিয়োজিতব্যাপক কর্মচারীর উচিত সুযোগ আঁকরে ধরে পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা। তিনি বলেছেন, পর্যটন শিল্প চীনের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এবং সাংহাই বিশ্ব প্রদর্শনী ২০১০ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্ন্তজাতিক তত্পরতা পর্যটন শিল্পের উন্নয়নে নতুন প্রাণশক্তি যুগিয়ে দিয়েছে।
|
|
|