সারা চীনদেশে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিশেষ কার্যকলাপ চালু হওয়ার চার বছরে চীন সরকার প্রধান প্রধান ক্ষেত্রে সংস্কার চালিয়ে আসছে। সংস্কারের মাধ্যমে পানীয় জলের উত্সস্থান, শিল্প উদ্যান, প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় সাফল্য অর্জিত হয়েছে।
চীনের রাষ্ট্রীয়পরিবেশ সংরক্ষণ প্রশাসণের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা ব্যাখ্যা করে বলেছেন, জনসাধারণের অভিযুক্ত ১৬ লাখটি দূষণ বিষয়ক সমস্যার মধ্যে ৯৭ শতাংশ মোটামূটি নিষ্পত্তি করা হয়েছে।
তা ছাড়া, চীন ' পরিবেশ সংরক্ষণ তথ্য উন্মুক্তকরণের বিধান' প্রকাশ করেছে। চীনের রাষ্ট্রীয় পরিবেশ সংরক্ষণ প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, এই বিধান প্রকাশিত হওয়ার পর, সরকার ও শিল্প-প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আচরণ পর্যক্ষেণ করা হবে এবং সরকার ও শিল্প-প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
|