তাইওয়ান প্রণালীর দু পাড়ের তৃতীয় অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম শেষ
cri
তাইওয়ান প্রণালীর দু পাড়ের তৃতীয় অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম তিন দিন চলার পর ২৯ এপ্রিল পেইচিংএ শেষ হয়েছে। ফোরামে দু পাড়ের বিনিময় ও সহযোগিতা তরান্বিত করার উদ্দেশ্যে একটি অভিন্ন প্রস্তাব স্বাক্ষরিত হয়েছে। এ অভিন্ন প্রস্তাবে বলা হয়েছে, স্বাধীন তাইওয়ান প্রতিষ্টার বিরোধীতা করে তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। ১৯৯৩ সালের মতৈক্যের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব দু পাড়ের মধ্যে আলাপ-পরার্মশ পুর্নপ্রতিষ্ঠা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত ভাড়াটে সরাসরি বিমান চলাচলের বাস্তবায়িত হওয়া উচিত। তা ছাড়া , দু পাড়ের শিক্ষা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা সক্রিয়ভাবে তরান্বিত করার আহ্বানও জানানো হয়েছে।
একই দিন দু পাড়ের মধ্যে বিনিময় ও সহযোগিতা তরান্বিত করার জন্যে চীনের মূল ভূভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে বিস্তারিত খবর গতকালের প্রতিবেদনে বর্ণনা করা হয়েছে।
|
|