|
|
(GMT+08:00)
2007-04-30 19:30:39
|
লেবাননের হিজবুল্লাহর সংকট থেকে রেহাই পাওয়ার পরিকল্পনা প্রণয়নের আহ্বান
cri
লেবাননের বতর্মান সংটক থেকে রেহাই পাওয়ার জন্য ২৯ এপ্রিল বৈরুতে লেবাননের হিজবুল্লাহের ভাইস সম্পাদক খাসিম একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন। একই দিন তিনি সাংবাদিকদের বলেছেন, একটি কার্যকর পরিকল্পনা প্রণয়ন করা হলে কেবল লেবানন বতর্মান সংকট থেকে মুক্তি পেতে পারে। কিন্তু তিনি এই পরিকল্পনার বিস্তারিত বিষয়বস্তু উল্লেখ করেননি। তিনি বলেছেন, লেবাননের বতর্মান পরিস্থিতি অস্বাভাবিক। হিজবুল্লাহ দেশপ্রেমের প্রস্তাব গ্রহণ করতে ইচ্ছুক। কিন্তু এই প্রস্তাব বিদেশের নির্দেশে প্রণয়ন করা উচিত নয়, এর সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে প্রতিশোধের আকাংক্ষা ও অন্যদেরকে বিজয়ী করার অপচেষ্টা থাকা ঠিক না। সম্প্রতি দু'জন সুন্নি সম্প্রদায়ের যুবকের হত্যাকান্ডে লেবাননের রাজনীতিবিদরা যে মনোভাব দেখিয়েছেন। তিনি তার প্রশংসা করেছেন। তিনি মনে করেন, তাঁরা রাজনীতিতে এই ঘটনা প্রয়োগ করেননি। তিনি আরও বলেছেন, জিহবুল্লাহ লেবাননের অন্যান্য পাটির সঙ্গে নতুন অধ্যায় রচনা করতে ইচ্ছুক।
|
|
|