২০৩০ সালের আগে রাশিয়া চাঁদ ও মঙ্গলে যাওয়ার; পরিকল্পনা নিয়েছে
cri
২৯ এপ্রিল রাশিয়ার ফেডারেল ইউনিয়নের মহাকাশ কার্যক্রমের মহা পরিচালক আনাটোলি পেরমিনোভ বলেছেন, রাশিয়া ২০৩০ সালের আগে চাঁদ ও মঙ্গলে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের আগে রাশিয়া নতুন নভোযান এবং উদক্ষেপন ব্যবস্থা তৈরী করবে। যাতে এই নভোযান চাঁদে ও মঙ্গলে যাওয়া যায়। তিনি বলেছেন, রাশিয়ার মানববাহী ও মানববিহীন মহাশূন্য অভিযানের বিকাশ অব্যাহত থাকবে। ভবিষ্যতে মহাশূন্য ভ্রমণের চাহিদা বাড়বেই, সেই জন্যে রাশিয়া এক ধরনের নতুন নভোযান গবেষণা করবে।
|
|