কাজাখস্তান এবং জাপান ৩০ এপ্রিল কাজাখস্তানের রাজধানী আস্তানায় স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।
দু'দেশ শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে দু'দেশের সংশ্লিষ্ট কোম্পানির সহযোগিতা এবং হাল্কা পানি রি অ্যাক্টার প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়াসহ বিভিন্ন দলিলপত্র স্বাক্ষর করেছে।
কাজাখস্তানসফররত জাপানের অর্থনৈতিক শিল্প মন্ত্রী আমারি আকিরা এদিন বলেছেন, জাপান আশা করে, যৌথভাবে কাজাখস্তানের পরমাণু বিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দু'দেশের সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা হবে। কাজাখস্তান বলেছে, জাপান কাজাখস্তানের পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের প্রযুক্তি ও পুঁজির প্রস্তুতি কাজ সম্পর্কে তদন্ত করতে পারে। দু'পক্ষের পরবর্তী সহযোগিতা বাস্তব পরিস্থিতি অনুসারে নির্ধারিত হবে।
এদিন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ আমারি আকিরার সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা দু'দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে শিল্প প্রযুক্তি ও আণবিক শক্তির ব্যবহার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
|