 ৬ দিনের কঠোর প্রচেষ্টার পর চীনা পুঁজিবিনিয়োজিত কোম্পানির অপহরণকৃত ৭জন শ্রমিক ৩০ এপ্রিল বিকেলে নিরাপদে মুক্তি লাভ করেছেন । শিগগিরই তারা স্বদেশে ফিরে আসবেন । অপহরণের ঘটনায় নিহতদের লাশ ৩০ এপ্রিল ভাড়াটে বিমানে করে স্বদেশে পাঠানো হয়েছে । যারা অপহরণের ঘটনা থেকে রেহাই পেয়েছেন , তারাও একই বিমানে স্বদেশে ফিরে এসেছেন ।
ইথিওপিয়ায় অপহরণের ঘটনা ঘটার পর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পর পর সংশ্লিষ্ট শ্রমিকদের উদ্ধারের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন । চীনের বাণিজ্য মন্ত্রণালয় , পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের তেল ও রসায়ন শিল্প গোষ্ঠীর কর্মচারীদের নিয়ে গঠিত যুক্ত কর্মগ্রুপ সংগে সংগে ইথিওপিয়ায় গিয়ে উদ্ধার কাজে চীনা দূতাবাসকে সহায়তা করেন ।
|