আফগানিস্তানে নিয়োজিত যৌথ বাহিনীর ২০০০ জনেরও বেশী সৈন্য এবং আফগান সরকারী বাহিনীর সৈন্য ৩০ এপ্রিল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্ড প্রদেশের সানগিন এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছেন। তারা বিশেষ করে এ অঞ্চলে লুকিয়ে থাকা তালিবান সশস্ত্র যোদ্ধাদের নির্মূল করবে।
বৃটিশ বাহিনীর একজন সেনাপতি ব্যাখ্যা করে বলেছেন, তালিবান প্রশাসনের পতন হওয়ার পর, সানগিন অঞ্চল বরাবরই তালিবানের নিয়ন্ত্রণে রয়ে আসছে। এবারের সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে আফগানিস্তানের দক্ষিণ দুর্বল অঞ্চলে আফগান সরকারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা।
অন্য খবরে জানা গেছে, ২৯ এপ্রিল আফগানিস্তানে মোতায়েন যৌথ বাহিনী এবং আফগান সরকারী বাহিনী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে তালিবান সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ১৪ ঘন্টাব্যাপী গুলি বিনিময় করেছে। তারা তালিবানদের ৭টি সশস্ত্র ঘাঁটি ধ্বংস করেছে এবং ৮৭ জন তালিবন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
এ বছরের শুরু থেকে, আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ১০০০ জনেরও বেশী লোক নানা ধরণের হামলায় নিহত হয়েছে।
|