এ বছর চীন সরকার সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে তার সমর্থন জোরদার করবে ।
সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসের সংখ্যালঘু জাতি বিষয়ক কমিটির একবিংশ অধিবেশন থেকে জানা গেছে , এ বছর চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য-বিমোচন কার্যালয় দারিদ্র্য-বিমোচনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ বাড়াবে এবং সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলগুলোর উন্নয়ন সমস্যার উপর গুরুত্ব দিয়ে যাবে ।
গত বছর রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য-বিমোচন কার্যালয় সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে ৫ বিলিয়ন ১৫ কোটি ইউয়ান বরাদ্দ করেছে । এটি ২০০৫ সালের চেয়ে ৩১ কোটি ইউয়ান বেশি ।
তাছাড়া এ বছর পরিকল্পনা অনুসারে চীনের অর্থ মন্ত্রণালয় অন্তর্মঙ্গোলিয়া , কুয়াং সি , তিব্বত , নিং সিয়া ও সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এবং বহু সংখ্যালঘু জাতি অধ্যুষিত ইয়ুন নান , কুই চৌ , সি ছুয়ান ও ছিং হাই প্রদেশের সড়ক নির্মণের কাজে ১৪ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । এটি ২০০৬ সালের চেয়ে ৯৪ শতাংশ বেশি ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৮ সালে এসব অঞ্চলে নতুন গ্রামীন সমবায় চিকিত্সা ব্যবস্থা চালু করবে ।
|