আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ৩০ এপ্রিল বলেছেন, বর্তমানে আফগান সরকার পুরোপুরিভাবে দেশের পুণর্গঠন দায়িত্ব পালন করতে পারছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য আফগানিস্তানের জন্যে খুব দরকার।
কারজাই এদিন কাবুলে একটি আন্তর্জাতিক সাহায্য সম্মেলনে অংশ নেয়ার সময়ে এ কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্নীতি, পুলিশের দুর্বল শক্তি এবং আফিমের চাষ আফগানিস্তানের পুনর্গঠনের পথে বাধা হয়ে দেখা দিয়েছে। তিনি এ প্রস্তাব দিয়েছেন যে, এ জন্য আফগানিস্তান কাছাকাছি দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের ভাড়া করবে। যাতে আফগান পুলিশের শক্তি জোরদার করা যায়।
২০০১ সালে তালিবান প্রশাসনের পতন হওয়ার পর, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের সন্ত্রাস দমন ও পুনর্গঠনে কয়েক বিলিয়ন মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করেছে। তালিবান সশস্ত্রের গেরিলাদের উত্থানের ফলে আফগানিস্তানের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়া খুব ধীর হয়ে পড়েছে।
|