ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব আলি লারিজানি ২৯ তিনদিনব্যাপী ইরাক সফর শুরু করছেন। সফরের প্রথম দিন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে ইরাকের নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেছেন।
জানা গেছে, ইরাকের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিতব্য ইরাকের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সংশ্লিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে লারিজানির এবারের সফরের প্রধান লক্ষ্য। ইরাকের প্রধানমন্ত্রীর অফিস এ দিন বিবৃতিতে বলেছে, ইরান এবারের আন্তর্জাতিক সম্মেলন এবং ইরাকের পুনর্গঠনে 'ইরাক আন্তর্জাতিক চুক্তি' সম্মেলনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার ইরাকের নেতারা ধন্যবাদ জানাচ্ছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, লারিজানি ইরাককে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইরান ইরাকের তেল ও বিদ্যুত সরবরাহ ব্যবস্থা পুঁজি বিনিয়োগ করবে, যাতে ইরাক সরকার ও ইরাকী জনগণকে সাহায্য করা যায়।
|