১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চীনা জনগণ আবার বার্ষিক সপ্তাহ ছুটি ভোগ করতে পারবে। সম্প্রতি জাতীয় ছুটি পর্যটন অফিসের এক ভবিষ্যদ্বানী অনুযায়ী, ছুটিকালে ৪০ কোটি পর্যটক রেল-পথ, সড়ক ও বিমানে পর্যটন অথবা আত্মীয়দের সঙ্গে মিলিত হবে।
জাতীয় পর্যটন ব্যুরো, চীনের পর্যটন সমিতি পর্যটকদের ভালভাবে ভ্রমন করার আহ্বান জানিয়েছে।
ছেংতু অতিকায় প্যান্ডা পালন গবেষণা কেন্দ্রসহ চারটি প্রাকৃতিক সংরক্ষণ ইউনিট এবং কিছু ওয়েব-সাইট '১ মে, তুমি সবুজ ভ্রমণ করো?' পরিবেশ সংরক্ষণ তত্পরতা উদ্যোগ নিয়ে পর্যটকদের 'সবুজ ভ্রমণ'-এর নতুন ধারণা দিয়েছে। বিষয়গুলোর মধ্যে রয়েছেঃ কার্বনের নিঃসরন পরিমাণ হিসেবে করে এবং ভ্রমনের সময় কার্বন ব্যবহার যত কম করা যায় ততই ভালো। বৃক্ষের মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন ধীরগতিতে চলে, এতে পৃথিবীর চাপ কমবে। বন্য পশু না খাওয়া, বন্য পশু অথবা বৃক্ষ বিক্রি না করা। নিষ্পত্তিযোগ্য ব্যাগ ব্যবহার না করা এবং পলিথিন ব্যাগ ও ব্যাটারি নিক্ষেপ না করা।
|