v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-29 21:28:28    
তাইওয়ান প্রণালীর দু পাড়ের অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম পেইচিংএ শেষ হয়েছে

cri
    তাইওয়ান প্রণালীর দু পাড়ের তৃতীয় অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরাম দু দিন চলার পর ২৯ এপ্রিল পেইচিংএ শেষ হয়েছে। একই দিন চীনের মূল ভূভাগের সংশ্লিষ্ট পক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, দু পাড়ের মধ্যে বিনিময় ও সহযোগিতা তরান্বিত করার উদ্দেশ্যে মূল ভুভাগ বেশ কয়েকটি নীতিপন্থা ও পদক্ষেপ প্রকাশ করেছে। ফোরাম শেষ হওয়ার আগে ' অভিন্ন প্রস্তাব' নামে এক দলিলপত্রপ্রকাশিত হয়েছে।

    চীনের কমিউনিষ্ট পাটি ও কুওমিনডাংয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোরযৌথ উদ্যোগে এবারের ফোরাম অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী এ ফোরামে দু পাড়ের বিভিন্ন মহলের পাঁচ শোরও বেশী ব্যক্তিদের মধ্যে সরাসরি বিমান চলাচল, শিক্ষা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা , তাইওয়ান গমন চীনের মূল ভুভাগের পযর্টকদের জন্য উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করা হয়েছে।

   তাইওয়ান প্রণালীর দু পাড়ের অর্থনীতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় তরান্বিত করার জন্যে ২৯ এপ্রিল আয়োজিত ফোরামের সমাপনী অনুষ্ঠানে চীনের মূল ভূভাগের সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা ধারাবাহিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন। এ সব পদক্ষেপের মধ্যে রয়েছে: তাইওয়ানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মূল ভূভাগে শিক্ষার্থীদের ভর্তি করা স্বাগত জানানো, এর সঙ্গে সঙ্গে তাইওয়ান গমন মূল ভূভাগের শিক্ষার্থীদের জন্যে প্রয়োজনীয় সহায়তা যোগানো; মূল ভূভাগে যাতায়াত করা তাইওয়ান স্বদেশীয়দের নিবন্ধ কেন্দ্র ৮ থেকে ১১টি বাড়িয়ে দেয়া; তাইওয়ান অঞ্চলের নাগরিকদের জন্যে ১৫টি ধরনের প্রযুক্তিবিদদের যোগ্যতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়া ; তাওয়ানে মূল ভূভাগের নাগরিকদের ভ্রমণ শীঘ্রই বাস্তবায়নের জন্যে আগের মত ভবিষ্যতেও যথাসাধ্য সদিচ্ছা দেখানো ও যথাসাধ্য প্রচেষ্টা চালানো।

    সরাসরি নৌচলাচল প্রসঙ্গেমূল ভূভাগের বন্দর, সড়কের নির্মান ও ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে পূঁজিবিনিয়োগ করার জন্যে চীনের মুল ভূভাগ তাইওয়ানের শিল্প-প্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দেবে। তা ছাড়া সাগরে উদ্ধারের ক্ষেত্রে দু পাড়ের বে সরকারের পেশাগত সংস্থাগুলোর মধ্যে প্রযুক্তিগত আদান-প্রদান ও সহযোগিতা চালানোর জন্যও উত্সাহ দেয়া হবে। বিমানের সরাসরি চলাচল প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় বে সামরিক বিমান চলাচল ব্যুর্রোর উপ মহা পরিচালক গাও হন ফন ব্যাখ্যা করে বলেছেন.

    পেইচিং, সাংহাই, গুয়াংযৌ, শামেন দু পাড়ের প্রথম কিস্তির ভাড়াটে সরাসরি বিমান চলাচলের শহর ছিল। এই ভিত্তিতে বিমান বন্দরের সার্বিক নিশ্চয়তার সামর্থ্য অনুযায়ী, চীনের মূল ভূভাগ দ্বিতীয় কিস্তির সরাসরি ভাড়াটে বিমান চলাচলের স্থান উন্মুক্ত করবে।

    চীনা কোওমিনটাং পার্টির ভাইস চেয়ারম্যান চিয়াং পিং খুন মূলভূভাগের সংশ্লিষ্ট বিভাগের প্রকাশিত এসব নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেন ,

    সরাসরি নৌ চলাচল , সরাসরি বিমান চলাচল ও পর্যটন ও ভ্রমণ এবং তাইওয়ান প্রণালীর দু তীরের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিনিময় হচ্ছে ভবিষ্যতে দু তীরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাস্তবায়নের একটি দিকস্থিতি । বিভিন্ন প্রতিনিধির উত্থাপিত প্রস্তাব ও অভিন্ন উপলব্ধি এবং সবেমাত্র মূলভূভাগের কয়েকজন নেতার উত্থাপিত কল্যাণমূলক নীতি দুই তীরের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান ও গণ কল্যাণ ত্বরান্বিত করার ক্ষেত্রে চীনা কোওমিনটাং পার্টির গুরুত্বপূর্ণ অবলম্বন বলে গণ্য হবে ।

     সমাপনী অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কাজকর্ম কার্যালয়ের উপমহাপরিচালক চেং লি চুং ফোরামটিতে উপনীত অভিন্ন প্রস্তাত ঘোষণা করেছেন । তিনি বলেন ,

   দুই তীরের মধ্যে সরাসরি বিমান চলাচল ও বিমান চলাচলের ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করা হবে , যত তাড়াতাড়ি সম্ভব এখনকার নমুনা অনুসারে দুই তীরের মধ্যে নৌ চলাচল চালুর বিষয় নিয়ে যোগাযোগ রাখা, অভিন্ন উপলব্ধিতে উপনীত হওয়া এবং যথাযথ ব্যবস্থা নেয়ার

    ব্যাপারে দুই তীরের সেসরকারী নৌ চলাচল সংস্থাগুলোকে উত্সাহিত করা , ফুচিয়ান প্রদেশের উপকূলীয় এলাকা এবং তাইওয়ানের চিন মেন , মা চু ও ফোং হুর মধ্যে প্রত্যক্ষ আসাযাওয়ার পরিসর ও স্তর সম্প্রসারণ করা হবে , দুই তীরের মধ্যে শিক্ষা বিনিময় ও সহযোগিতাকে উত্সাহিতক করা হবে , তাইওয়ানে মূলভূভাগের অধিবাসীদের ভ্রমণ ত্বরান্বিত করা হবে এবং দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশ ত্বরান্বিত করা হবে ।

    ফোরামে অংশ নেয়া তাইওয়ানী প্রতিনিধিরা মিলিতকন্ঠে আশা প্রকাশ করে বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষ জনসাধারণের ইচ্ছা অনুসারে ইতিবাচক ও বাস্তবভিত্তিক মনোভাব নিয়ে বিভিন্ন বাস্তব ব্যবস্থা অবাধে বাস্তবায়িত করতে পারবে । সিন তাং পার্টির চেয়ারম্যান ইয়ু মু মিং তার ভাষণে বলেছেন ,

   তাইওয়ান প্রণালীর দু পাড়ের বিনিময় ও অভিন্ন উপলব্ধি হচ্ছে আমাদের প্রত্যেকের প্রয়াসের লক্ষ্য । আমাদের প্রচেষ্টার দিকস্থিতি হচ্ছে দ্বিমুখী উন্মুক্ততা।

    ফোরামে অংশগ্রহনকারী দু পার্টির উর্ধতন ব্যক্ততিরা বলেছেন , বিশ্বায়নের সুযোগ ও চ্যালেঞ্জের মুখে দুই তীরের উচিত সার্বিকভাবে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করা , সাংস্কৃতিক উপলব্ধি বাড়ানো , পারস্পরিক কল্যাণ ও উভয় বিজয় ত্বরান্বত করা এবং দুই পাড়ের সম্পর্কের শান্তিপূর্ণ বিকাশ ত্বরানিত করা । ফোরামে অংশ নেয়া প্রতিনিধিরা মনে করেন যে , এবারের ফোরাম দুই পাড়ের স্বদেশবাসীদের স্বার্থ ও কল্যাণ সংরক্ষণ , দু পাড়ের সম্পর্ক উন্নয়ন এবং সম্মিলিত সমৃদ্ধি বাস্তবায়নের উপর সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে ।