|
|
(GMT+08:00)
2007-04-29 21:02:16
|
তাইওয়ান প্রণালীর দু পাড়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারিত হওয়া উচিত বলে মনে করেছেন তাইওয়ানের পন্ডিতরা
cri
২৯ এপ্রিল তাইওয়ান প্রণালীর দু পাড়ের তৃতীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ফোরামে শিক্ষা নিয়ে বিশেষ আলোচনায় তাইওয়ানের চাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং গু ছি বলেছেন, দু পাড়ের শিক্ষা ক্ষেত্রে বিনিময়ের বাঁধাবিঘ্ন কার্যকরভাবে দূর করার জন্যে দু'পাড়ের ধারাবাহিক সম্পূর্ণ নীতিপন্থা প্রণয়ন করা উচিত। যাতে দু পাড়ের শিক্ষা ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারিত হয় এবং বহুমুখী শিক্ষার সেবা যোগানো যায়। দু পাড়ের শিক্ষা ক্ষেত্রের বিনিময় তরান্বিত করার জন্যে তিনি কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেছেন, শিক্ষার গুণগতমান উন্নত করে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা বাড়ানোর জন্যে দু পাড়ের দক্ষ ব্যক্তিদের মধ্যে বিনিময় জোরদার ও সম্প্রসারন করতে হবে। দু পাড়ের গবেষণা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে হবে। পরস্পরের ডিগ্রির স্বীকৃতি দেয়া উচিত।
|
|
|