মিশর সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার কায়রোতে বলেছেন , ফিলিস্তিনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ধাপে ধাপে বাতিল হবে বলে আশা করা হচ্ছে ।
মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সংগে সাক্ষাতের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন , রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিলের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর পক্ষে কোনো প্রতিবন্ধকতা থাকবে না । ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকার এখন সংশ্লিষ্ট দেশগুলোর সমর্থন পাচ্ছে ।
একই দিন মিশর সফররত ফিলিস্তিনের হামাসের পলিট ব্যুরোর নেতা খালেদ মেশাল কায়রোতে আরব দেশগুলোর প্রতি ফিলিস্তিনি জনগণকে সমর্থনে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন । তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন , পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ফিলিস্তিনের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে ।
|