চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান শেং হুয়ারেন ২৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীনের জাতীয় গণ-কংগ্রেস এবং জাপানের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ জুলাই মাসে পেইচিংয়ে তৃতীয় নিয়মিত বিনিময় করবে।
জাপান-চীন মৈত্রী সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে শেং হুয়ারেন বলেছেন, সুনিশ্চিত যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী অবিচল থাকা উচিত। চীনের গণ-কংগ্রেস অথবা জাপানের কংগ্রেসে এমনকি নেতার পরিবর্তন হলেও, এ ব্যবস্থা পরিবর্তিত হবে না। চীন-জাপান সম্পর্ক নিয়ে তিনি বলেছেন, চীন-জাপান সম্পর্ক উন্নত ও উন্নয়ন পর্যায়ে নেয়া সহজ নয়। দু'দেশের আরো বেশী পরস্পরকে মূল্যায়ন করতে হবে।
জাপান-চীন মৈত্রী সংসদীয় ইউনিয়নের সভাপতি কমুরা মাসাহিকো বলেছেন, জাপানের কংগ্রেস চীনের জাতীয় গণ-কংগ্রেসের সঙ্গে অধিকতরভাবে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ জোরদার করতে ইচ্ছুক। তিনি বলেছেন, জাপান-চীন মৈত্রী সংসদীয় ইউনিয়ন দু'দেশের জনগণের মৈত্রী বাড়ানোর জন্য ইতিবাচক প্রচেষ্টা চলে যাবে।
|