চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি " প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি দান সংক্রান্ত বিধি" প্রকাশ করেছে , যাতে সরকারের আত্মগঠনকাজ জোরদার করার জন্যে আইনগত নিশ্চয়তা বিধান করা যায় ।
নয়া চীন প্রতিষ্ঠার পর এটি সার্বিক ও ধারাবাহিকভাবে প্রশাসনিক শাস্তি দানের কাজ বিধিসম্মত করার প্রথম প্রশাসনিক বিধি । চীনের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর শৃংখলা কঠোরতর করা , কর্মচারীদের আচরণ বিধিসম্মত করা এবং বিভিন্ন স্তরের প্রশাসনিক প্রতিষ্ঠান ও কর্মচারীদের আইন মোতাবেক তাদের দায়িত্ব পালন নিশ্চিত করার লক্ষ্যে এ নতুন বিধি প্রণয়ন করা হয় । এ বিধি আগামী ১ জুন থেকে কার্যকর হবে ।
|