চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাই বিংকুও ২৮ এপ্রিল সন্ধ্যায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন দি. নেগ্রোপনটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দু'পক্ষ কৌশলগত সংলাপ জোরদার করতে রাজী হয়েছে। যাতে এক সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
দু'পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় যত যথাযথ সম্ভব সুদানের দার্ফুর সমস্যা সমাধান এবং ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া নিয়ে সার্বিক ও গভীরভাবে মত বিনিময় করেছেন।
|