দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধিরা ২৭ এপ্রিল সিউলে সিদ্ধান্ত নিয়েছে যে, দু'দেশের সমঝোতা বাড়ানোর জন্য দু'পক্ষ জুন মাস থেকে ইতিহাস নিয়ে মিলিত গবেষণা পুনরায় শুরু করবে। এই গবেষণা দুই বছর থেকে বন্ধ রয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থার খবরে প্রকাশ, দক্ষিণ কোরিয়া ও জাপান ইতিহাস গবেষণা কমিটি সিউলে দ্বিতীয় বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে যে, দু'পক্ষ জুন মাসে সম্মেলন আয়োজন করে গবেষণার খুটিনাটি নিয়ে আলোচনা করবে।
|