মিসর সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৭ এপ্রিল কায়রোতে হামাসের রাজনৈতিক নেতা থালেদ মেসালের সঙ্গে বৈঠক করেছেন। যৌথ সরকার প্রতিষ্ঠার পর এটা হল দু পক্ষের মধ্যে প্রথম বৈঠক।
বৈঠকে দুই নেতার মধ্যে ফিলিস্তিনের অভ্যন্তরীণ পরিস্থিতি, ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ ও ইজরাইলের মধ্যে যুদ্ধ-বিরতির বাস্তবায়ন, ইসরাইলের সঙ্গে আটককৃত ফিলিস্তিনীদের বিনিময় , এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চাত্য দেশগুলোকে ফিলিস্তিনের উপর আরোপিত অবরোধ যত তাড়াতাড়ি সম্ভব উঠিয়ে দিতে তাগিদ দেওয়ার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে।
দু'নেতা বলেছেন, দু'পক্ষ গত ফেব্রুয়ারীতে ফাতাহ ও হামাসের মধ্যে স্বাক্ষরিত মক্কাচুক্তি অব্যাহতভাবে অনুসরণ করবে। ইজরাইলের সঙ্গে যুদ্ধ-বিরতি বাস্তবায়ন করার জন্যে দু'পক্ষ যথাসাধ্য প্রচেষ্টা চালাবে।
|