v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-28 18:41:45    
তাইওয়ান প্রণালীর দু পারের তৃতীয় অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতি ফোরাম পেইচিংয়ে শুরু(ছবি)

cri

 চীনের কমিউনিস্ট পার্টি ও চীনের কোও মিনটাংয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রণালীর দু পাড়ের অর্থনীতি , বাণিজ্য ও সংস্কৃতি ফোরাম ২৮ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছে । দুদিন ব্যাপী এই ফোরামে প্রণালীর দু পাড়ের পাঁচ শতাধিক প্রতিনিধি দু পাড়ের মধ্যে প্রত্যক্ষ বিমান চলাচল , শিক্ষা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা বাড়ানো এবং মূল ভূভাগের নাগরিকদের তাইওয়ানে ভ্রমণ ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপকভাবে মতবিনিময় করবেন ।

 আগের দুটি ফোরামের তুলনায় বর্তমান ফোরামের আলোচ্য বিষয়গুলোর মধ্যে সংস্কৃতি বিনিময় যোগ হয়েছে । চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন বলেছেন , চীনা জাতির সংস্কৃতি সকল চীনার একটি মানসিক সংযোগসূত্র । প্রণালীর দুইপাড়কে মিলিতভাবে চীনের সংস্কৃতি ও ঐতিহ্য প্রচারের চেষ্টা করতে হবে । তিনি বলেছেন , দুপাড়ের সম্পর্ক প্রসারের জন্য সাংস্কৃতিক বিনিময় বাড়াতে হবে , চীনা সংস্কৃতির ঐতিহ্য প্রচার করতে হবে , দুপাড়ের স্বদেশীয়দের মধ্যে সমঝোতা বাড়াতে হবে এবং দু পাড়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ।

 চিয়া ছিং লিং আরো বলেছেন , প্রণালীর দু পাড়ের স্বদেশীয়দের নিরলস প্রচেষ্টাগত ২০ বছরে প্রণালির দুপাড়ের মধ্যে অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতি বিনিময় অনেক বেড়েছে । প্রণালীর দুপাড়ের ব্যক্তিদের সুবিধার জন্য প্রত্যক্ষ বিমান চলাচল তরান্বিত করতে হবে , দু পাড়ের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে । মূলভূভাগের নাগরিকদের তাইওয়ান ভ্রমণ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। মূলভূভাগের ছাত্রদের তাইওয়ানে লেখাপড়া ও তাইওয়ানের স্নাতকদের মূলভূভাগে চাকরী করা সম্বন্ধেমূলভূভাগ সংশ্লিষ্টনীতি প্রনয়ন করবে ।

 মূলভূভাগ দু পাড়ের বিনিময় ও সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালানোর প্রচেষ্টা চালাচ্ছে , কিন্তু তাইওয়ান কর্তৃপক্ষ রাজনৈতিক বাধা সৃষ্টি চেষ্টা করছে। ফলে দু পাড়ের পরিবহণ সহযোগিতা ও তাইওয়ান দ্বীপে মূলভূভাগের অর্থবিনিয়োগ সমস্যা এখনও মীমাংসা হয় নি ।

 ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কোও মিং টাং পার্টির অবৈতনিক চেয়ারম্যান লিয়েন চান উল্লেখ করেছেন , তাইওয়াং কর্তৃপক্ষ স্বাধীন তাইওয়ান প্রয়াসী নীতি কার্যকরী করে দু পাড়ের সম্পর্ক প্রসারে বাধা দিচ্ছে এবং চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে । তাদের আচরণ তাইওয়ানের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও তাইওয়ানবাসীদের সুখশান্তির ক্ষতি করে । প্রণালীর দু পাড়ের সহযোগিতা বাড়ানোই তাইওয়ানের একটি নতুন ভবিষ্যত সৃষ্টি করবে এবং উভয় পক্ষের উন্নয়ন তরান্বিত করতে পারে । তিনি বলেছেন , প্রথমত্ব, আমরা আশা করি , অদূর ভবিষ্যতে দু পক্ষ ১৯৯২ সালের মতৈক্য অনুসারে পারস্পরিক মর্যাদা প্রদর্শনের ভিত্তিতে পরামর্শের মাধ্যমে দু পাড়ের জনগণের বাস্তব সমস্যা নিষ্পত্তি করতে পারে । দ্বিতীয়ত, দুপাড়ের বিনিময়ের গতি বাড়াতে হবে । মূলভূভাগ মুক্তদ্বার নীতি কার্যকরী করছে , কিন্তু তাইওয়ান কর্তৃপক্ষ রুদ্ধদ্বার নীতি কার্যকরী করছে । এই নীতির কারণে তাইওয়ানের খুব ক্ষতি হয়েছে ।

 বর্তমানে তাইওয়ান দ্বীপেস্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তি বেশ তত্পর রয়েছে । এটা প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরী ও বিপদজনক সমস্যা । এ অবস্থার মোকাবেলা করার জন্য দুপাড়ের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন তরান্বিত করতে হবে । চিয়া ছিং লিন বলেছেন , মূলভূভাগ দুপাড়ের সম্পর্ক প্রসারের আন্তরিক সদ্দিচ্ছা প্রকাশ করেছে এবং যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে । কিন্তু আমরা স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তিকে যে কোনো উপায়ে তাইওয়াকে চীন থেকে বিছিন্ন করতে দেবো না । আমরা স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিছিন্নতাবাদী তত্পরতা ব্যর্থ করতে বদ্ধপরিকর । চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ফোরামের আগে লিয়েন চানের সঙ্গে সাক্ষাত করেছেন এবং মিলিতভাবে স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিছিন্নতাবাদী তত্পরতা ব্যর্থ করার আশা প্রকাশ করেছেন।