চীনের নান ছাং শহরে অনুষ্ঠিত জাতীয় লিংগ পরিসংখ্যান সেমিনারে চীনে ইউ এন এফ পি এই'র প্রতিনিধি বার্নার্ড ককলিন গত ১৫ বছরে লিংগ সমতা ক্ষেত্রে চীন যে সব চেষ্টা করেছে তার স্বীকৃতি দিয়েছেন।
তিনি বলেছেন, গত ১৫ বছরে, চীন সরকার লিংগ সমতা সমস্যার ওপর গুরুত্ব দিয়ে, 'চীনের নারী উন্নয়ন কর্মসূচী (২০০১—২০১০ সাল)' তৈরী করেছে। এর পাশা পাশি, চীন সরকার সতর্কভাবে 'নারীর প্রতি সব ধরনের বৈষম্য নির্মূল সংক্রন্ত চুক্তি' পালন করেছে।
তিনি মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে লিংগ পরিসংখ্যান ক্ষেত্রে চীন সরকার উচ্চ মানের গুরুত্ব দিয়েছে। এটা চীনের সামাজিক অবস্থা বিশ্লেষণ করার অনুকূল। তবে তিনি বলেছেন, এই ক্ষেত্রে চীন সব শর্ত পূর্ণাঙ্গ করেনি। ইউ এন এফ পি এই এবং ইউনিসেফ অধিকতরভাবে চীনের সামাজিক লিংগ ও নারীদের উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় সাহায্য করবে।
|