v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-27 20:07:02    
২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের মশালের স্টাইল ও রেলির মাধ্যমে হস্তান্তরের পরিকল্পিত রোড ম্যাপ প্রকাশিত

cri
  ২০০৮ সালের পেইচিং অলিশ্পিক গেমসের মশালের স্টাইল ও রেলির মাধ্যমে হস্তান্তরেরপরিকল্পিত রোড ম্যাপ ২৬ এপ্রিল রাতে প্রকাশিত হয়েছে ।

  ১৯৩৬ সাল বার্লিন অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মশাল রেলির মাধ্যমে -হস্তান্তরিত প্রথা চালু হয় । এর পর থেকে এ পর্যন্ত মশাল রেলি অলিম্পিক-সংস্কৃতি প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অলিম্পিক গেমসগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে । ২৬ এপ্রিল রাতে পেইচিং অলিম্পিক গেমসের মশাল রেলির মাধ্যমেহস্তান্তর সম্পর্কিত একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানেচীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চিলি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনস্থ পেইচিং অলিম্পিক গেমস সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেন যৌথভাবে পেইচিং অলিম্পিক গেমসের মশাল প্রজ্জ্বলনকরেছেন । এর পর চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লোকান এবং আন্তর্জাতিক অলিম্পিক গেমসের চেয়ারম্যান জ্যাক রোগ মশাল রেলির মাধ্যমে হস্তান্তরেরপরিকল্পনার কথা প্রকাশ করেন ।

  পেইচিং অলিম্পিক গেমসের মশাল রেলির মাধ্যমেহস্তান্তরের শিরোনাম হল, " সুষম অভিযাত্রা", এর শ্লোগান হল, " আবেগে জ্বালিয়ে দাও , রেলির মাধ্যমে স্বপ্নহস্তান্তর করো ।" মশাল রেলির মাধ্যমেহস্তান্তরের জন্য আগামী বছরের মার্চ মাসে পেইচিং থেকে রওয়ানা হয়ে বিদেশের ২২টি শহর এবং দেশের ১১৩টি শহর ও অঞ্চল অতিক্রম করবে এবং ৮ আগষ্ট অলিম্পিক গেমস শুরু হওয়ার দিন রাতে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনীঅনুষ্ঠানের মঞ্চে পৌঁছাবে । মশাল রেলির মাধ্যমে হস্তান্তর কার্যক্রম ১৩০ দিনের মধ্যে এক লাখ ৩০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে । এ সম্পর্কে পেইচিং অলিম্পিক কমিটির চেয়ারম্যান লিউ ছি বলেছেন , আধুনিক অলিম্পিকের ইতিহাসে এটা দীর্ঘতম, ব্যাপকতম এবং সবচেয়ে বেশি লোকের একটি রেলি হবে । আমরা আশা করি, পেইচিং অলিম্পিক গেমসের মশাল রেলি অলিম্পিকের মতাদর্শকে আরেকবার সারা বিশ্বে ছড়িয়ে দেবে এবং অলিম্পিক আন্দোলনকেত্বরান্বিত করার ব্যাপারে চীনা জনগণের আন্তরিকতাকে পরিপূর্ণভাবে প্রমাণকরবে । "একটি বিশ্ব , একটি স্বপ্ন" এই প্রধান শ্লোগানের মর্মবস্তুকে আরও ব্যাপকভাবে প্রচার করবে ।

  এখানে উল্লেখ করা যেতে পারে যে , মশাল প্রাচীন চীনের রেশমী পথ বেয়ে ১১টি প্রাচীন রেশমী শহর অতিক্রম করবে এমন কি এ পর্যন্তকখনো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি এমন বহু দেশও অতিক্রম করবে । পুনরায় রেশমী পথ অতিক্রম করা এবং অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি এমন দেশগুলোতে মশাল হস্তান্তর করা পেইচিং আলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের দুটো বড় বৈশিষ্ট্য। এ সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক গেমসের চেয়ারম্যান রোগ বলেছেন , ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন রেশমী পথ -- প্রাচীন চীন ও বিশ্বের সঙ্গে যোগাযোগেরএই বাণিজ্যিকপথ অতিক্রম করে বিশ্বের পাঁচটি মহাদেশ এবং অলিম্পিক গেমসের পবিত্র মশাল কখনো যায়নি এমন জায়গায় পৌঁছে পেইচিং অলিম্পিক গেমসের মশাল রেলি বন্ধুত্ব ও সম্মান নিয়ে ভিন্ন জাতি , ভিন্ন বর্ণ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে পৌছে দেবে ।

  ২০০৮ সালের মে মাসের এক উপযোগী সময় মশালটি চুমোলাংমা শৃঙ্গেপৌঁছাবে । এটা পেইচিং অলিম্পিক গেমসের মশাল রেলি হস্তান্তরের আরেকটি আকর্ষনীয় বৈশিষ্ট্য । এ দিন রাতে পেইচিং অলিম্পিক কমিটি মশালের ডিজাইনও প্রকাশ করেছে । মশালটির দৈর্ঘ্য ৭২ সেন্টিমিটার এবং এর ওজন হবে ৯৮৫ গ্রাম । নক্সাটি একঃএক অনুপাতে দুই ভাগে বিভক্ত । উপরি চীনের ঐতিহ্যিক রঙবেরঙের মেঘ , তার নিম্ন ভাগে চীনের হান রাজবংশের বিশেষ ধরনের লাল রং ।

  মশালের বাহ্যিকের ডিজাইনার আন্তর্জাতিক অলিম্পিক গেমসের সহযোগী ইননোভেশন ডিজাইন কেন্দ্র লেনোভো গ্রুপের। মশাল ডিজাইনের প্রধান দায়িত্বশীল ব্যক্তি ছিউ চিয়াইয়ু বলেছেন , নক্সা করার সময় আমরা ভেবেছি , কী কী জিনিস এই তাত্পর্যকেবহন করতে সক্ষম হবে ? চারটি মহা আবিস্কারের কথা আমাদের মনে পড়ে । কাগজ তৈরীর কলাকৌশল থাকলেই কেবল বিশ্বের সভ্যতার নতুন অগ্রগতি হতে পারে । এটা অতীতের দামী সভ্যতাকে সকলের ব্যবহারিক জিনিসে পরিণত করবে । এটা আমাদের মশাল রেলির মতাদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সকলেই এতে অংশ নিতে পারেন ।

  বলা যায় , অলিম্পিক গেমসের গোটা মশাল রেলি হস্তান্তররোড থেকে শুরু করে অতিক্রমশহর এবং মশালের ডিজাইনের স্টাইলপর্যন্ত সব কিছুই "সুষম অভিযাত্রা"র মর্মবস্তুকে প্রতিফলিত করেছে ।