২৭ এপ্রিল জেনিভায় প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও'র একটি বিবরণে বলা হয়েছে , বিশ্বে প্রতি বছর ২২ লাখ শ্রমিক দুর্ঘটনা ও পেশাজনিত রোগে মারা গেছে । এ সংস্থা বিভিন্ন দেশের প্রতি নিরাপদ উত্পাদনের ওপর গুরুত্ব দেয়া এবং কার্যকর ব্যবস্থা নিয়ে শ্রমিকদের স্বাস্থ্য নিশ্চিত করার অনুরোধ করেছে ।
আইএলও'র একজন দায়িত্বশীল কর্মকর্তা সামীরা মাজিয়াদী আল-তুয়াইজিরি বলেছেন , দুর্ঘটনায় বিপুলসংখ্যক শ্রমিক হতাহত হওয়ার পাশাপাশি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে । এই ক্ষয়ক্ষতির মূল্য বিশ্বের বিভিন্ন দেশের জিডিপি'র ৪ শতাংশ । তিনি আরো বলেছেন , দুর্ঘটনা নিরসন করা যায় । বিভিন্ন দেশের সরকার , শিল্প সংস্থা ও শ্রমিকদের উচিত সহযোগিতা জোরদার করে শ্রমিকদের জন্য আরো নিরাপদ উত্পাদনের পরিবেশ যোগানো ।
বিবরণে আরো বলা হয়েছে , বিশ্বে প্রতি বছর ২৭ কোটি শ্রমিক দুর্ঘটনায় আহত এবং ১৬ জন নানা রকম পেশাজনিত রোগে আক্রান্ত হয় ।
|