ইসরাইল সফররত মার্কিন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী উইলিয়াম এস কোহেন ২৬ এপ্রিল বলেছেন , ইসরাইলের নিরাপত্তা হুমকীর সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার সম্ভবতঃ সে দেশে এফ-২২ নামে আরো উন্নত মানের জঙ্গী বিমান বিক্রির কথা বিবেচনা করবে ।
এ দিন রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে কোহেন বৈঠক করেছেন । কোহেনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ২৭ এপ্রিল ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকার খবরে প্রকাশ , যদি ইসরাইলের নিরাপত্তা সংকটের সম্মুখীন হয় , তাহলে মার্কিন সরকার ইসরাইলের কাছে এফ-২২ নামে আরো উন্নত মানের জঙ্গী বিমান বিক্রির কথা বিবেচনা করবে ।
খবরে প্রকাশ , যুক্তরাষ্ট্র থেকে সর্বাধুনিক এফ ২২ জঙ্গী বিমান কেনার জন্য গত সপ্তাহে ইসরাইলের বিমান বাহিনী ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে , যাতে মধ্যপ্রাচ্যে তার সামরিক প্রাধাণ্য বজায় থাকে । মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী , বিদেশে এফ ২২ জঙ্গী বিমান বিক্রি নিষিদ্ধ রয়েছে ।
|