চীনের রাষ্ট্রীয় বেসামরিক বিমান চলাচল ব্যুরোর একজন কর্মকর্তা লি ইয়ুন ছি ২৭ এপ্রিল হোনান প্রদেশের রাজধানী চেনচৌ শহরে বলেছেন , মধ্য চীনের ছ'টি প্রদেশের রাজধানীর সকল বিমান বন্দরের সম্প্রসারণের কাজ শুরু হবে । এর পাশাপাশি ছোট ছোট আরো ছ'টি বিমান বন্দরও গড়ে তোলা হবে ।
তিনি বলেছেন , মধ্যাংশের অর্থনৈতিক বিকাশকে আরো গভীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল ব্যুরো বিমান বন্দরের নির্মাণকাজ , অর্থ বরাদ্দ, বাজারের উন্নয়ন ও পরিবহনের দিক থেকে মধ্যাংশের বেসামরিক বিমান চলাচলের বিকাশকে সহায়তা করবে ।
তিনি বলেছেন , বেসামরিক বিমান চলাচল ব্যুরো মধ্যাংশের বিমান পরিবহনের ক্ষমতা বাড়ানোর পদক্ষেপ আরো জোরদার করবে , আরো বেশি দেশ-বিদেশের এয়ার লাইন্সকে উন্মুক্ত করার জন্য বিমান চলাচল কোম্পানিকে উত্সাহ দেবে , ফ্লাইটের সংখ্যা বাড়াবে এবং যাত্রী ও মাল পরিবহনের কাজে অংশগ্রহণের জন্য বিদেশী বিমান কোম্পানিগুলোকে উত্সাহ দেবে ।
|