চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৭ এপ্রিল মার্কিনী পর্যটকের চীনের তিব্বতে আইন লঙ্ঘনের ব্যাপারে সংবাদদাতাকে বলেছেন, চীন এই বিষয়টি মার্কিন কতৃপক্ষকে জানিয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা বলেছে।
লিউ চিয়েন ছাও বলেছেন, ২৫ এপ্রিল সকালে পাঁচজন মার্কিনী পর্যটক চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রিকাজেতে চীনকে বিচ্ছিন্ন করা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিয়েছে। চীনের গণ-নিরাপত্তা ও সীমান্ত বিভাগ এই বিষয়টি খুঁজে পেয়েছে এবং দমন করেছে। চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশীদের স্বদেশে গমনাগমন পরিচালনা আইন অনুযায়ী, এসব বিদেশীদের চীন বহিষ্কার করেছে।
তিনি বলেছেন, তিব্বত চীনের মূলভূভাগের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন সরকার ও চীনের জনগণের কাছে চীনকে বিচ্ছিন্ন করা সংক্রান্ত কোন কার্যক্রম গ্রহণযোগ্য নয়। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। যাতে এ রকম ঘটনা আর না ঘটে।
|