চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৭ এপ্রিল ১২ দিনব্যাপী আফ্রিকার চারটি দেশ সফর শেষ করে পেইচিংয়ে ফিরে এসেছেন।
চিয়া ছিং লিন ১৫ এপ্রিল থেকে পরপর তিউনিসিয়া, ঘানা, জিম্বাবোয়ে ও কেনিয়ায় আনুষ্ঠানিক মৈত্রী সফর করেছেন। এবারের সফরের উদ্দেশ্য ছিল চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের সফলতা বাস্তবায়ন করা। সফরকালে চিয়া ছিং লিন এ চারটি দেশের প্রধান নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেছেন। চীন ও চারটি দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ২০টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
|