v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-27 16:59:51    
চাওয়া পাওয়া ( ১১ ফেব্রুয়ারী )

cri
    প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আসুন, আনন্দ চিত্তে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান।

    বাংলাদেশের কুষ্টিয়া জেলার চর পাড়া গ্রামের প্রেমা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.জহুরুল ইসলাম জীবন আমাদের অনুষ্ঠানে মমতাজের গাওয়া একটি গান শুনতে চেয়েছেন। গানের প্রথম কলি হলো: ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় আমার বাড়ীর সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া, রঙ্গ কইরা, হাইট্টা যায়। ফাইট্টা যায়। আচ্ছা, চলুন, সবাই মিলে একসঙ্গে এই গানটি উপভোগ করি।

    বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি জামান সিদ্দিকী চাওয়া পাওয়াতে তালাত মাহমুদের গাওয়া "আধো রাতে যদি ঘুম ভেঁঙ্গে যায়"গানটি শুনতে চেয়েছেন। শুনুন ভাই গানটি। কি খুশি তো?

    ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার গোল্ডেন ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট ড: সিদ্ধার্থ সরকার তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়াতে আমার প্রিয় শিল্পী কুমার শানুর একটি গান শুনতে চাই। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আপনার অনুরোধ পূরণ করছি। "আজ অনেক দিন পর" কুমার শানুর এই গানটি শোনাচ্ছি। কি মান ভেঙ্গেছে তো?

    বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। এ ছাড়াও, বাংলাদেশের নাটোর জেলার আলাদী গ্রামের উত্তরণ সি আর আই লিসনার্স ক্লাবের মো: মশিউর রহমানও আমাদের চাওয়া পাওয়াতে এন্ড্রু কিশোরের কন্ঠে "জীবনের গল্প"নামে একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, বন্ধুরা, এখন শুনুন তাহলে আপনাদের প্রিয় গানটি।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখনেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কোন গান শুনতে চান, আমাকে অবশ্যই লিখে জানাবেন। চিঠির খামে দয়া করে "চাওয়া পাওয়া" উল্লেখ করবেন। হ্যা বন্ধুরা, অনেক সময় আমাদের গানের স্বল্পতার কারণে অনেক গান শোনানো সম্ভব হয় না। তাই আপনাদের ধৈর্য্য সহযোগিতা আমাদের একান্তকাম্য। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার আমাদের কথা হবে।