চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৬ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, শ্রমিকদের জোরপূর্বক নিযুক্ত করা হচ্ছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালে জাপানী সমরবাদের সৃষ্ট গুরুতর অপরাধের অন্যতম। জাপান সরকারের আন্তরিক মনোভাব নিয়ে নিজের দায়িত্ব পালন এবং সঠিক ও যুক্তিযুক্তভাবে শ্রমিকদের জোরপূর্বক নিযুক্ত সমস্যার সমাধান করা উচিত।
সংবাদদাতার প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও বলেছেন, "চীন ও জাপানের সংযুক্ত বিবৃতি" হচ্ছে দু'দেশের সরকারের স্বাক্ষরিত রাজনৈতিক ও কূটনৈতিক দলিল। তা নিয়ে যুদ্ধোত্তর চীন ও জাপানের সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনীতির ভিত্তি স্থাপিত হয়েছে। যে কোন এক পক্ষ এই দলিল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মুল নীতি ও বিষয় নিয়ে এককভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। চীন জাপানের উদ্দেশ্যে মূল নীতি অনুসারে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছে।
|