.jpg)
জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো ২৬ এপ্রিল সকালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে রওয়ানা করেছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত , কুয়েত, কাতার এবং মিশর এই পাঁচটি মধ্য প্রাচ্য দেশও সফর করবেন।
রওয়ানার আগে, প্রধানমন্ত্রী ভবনে আবে শিনজো তথ্য মাধ্যমকে জানিয়েছেন, জাপান ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক হচ্ছে জাপানের কূটনীতি ও নিরাপত্তার নিশ্চিত ভিত্তি। এ সম্পর্ককে অনিবার্য ও সুদৃঢ় করতে চাইলে দু'পক্ষের মধ্যে পারস্পরিক আস্থাবান সম্পর্ক গড়ে তোলা উচিত। তিনি আশা করেন, প্রেসিডেন্ট বুশের সঙ্গে মন খোলা সংলাপ করতে সক্ষম হবেন।
গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটা হচ্ছে আবে শিনজোর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর।
মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির পূর্ব এশিয়া বিষয়ক উর্ধ্বতন উপদেষ্টা ডেনিস ওয়াইল্ডার ২৫ এপ্রিল তাঁর ভাষণে আবের যুক্তরাষ্ট্রসফরের মাধ্যমে দু'দেশের অংশীদারী সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন।
|