ফেডারেল রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বোরিস ইয়েলত্সিনের মরদেহ ২৫ এপ্রিল মস্কোর নোভোদেভিছ সমাধিস্থলে সমাহিত করা হয়েছে ।
এ দিন দুপুরে রাশিয়া এবং বিদেশী নেতৃবৃন্দ ও সরকারপ্রধানরা মস্কোর সেভিয়র গির্জায় ইয়েলত্সিনের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত একটি শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন । তার পর তার মরদেহ সমাধিস্থলে পাঠানো হয় । সমাধিস্থলে অনুষ্ঠিত মরদেহকে চির-বিদায় জানানোর একটি অনুষ্ঠানে ইয়েলত্সিনের স্ত্রী ও তাদের দুই মেয়ে ইয়েলত্সিনের উদ্দেশ্যে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন । তার পর রাশিয়ার জাতীয় সঙ্গীত ও তোপ ধ্বনির মধ্য দিয়ে ইয়েলত্সিনের মরদেহসহ একটি কফিন সমাহিত করা হয় । রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ নেতৃবৃন্দ ইয়েলত্সিনের মরদেহকে চির-বিদায় জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এ দিন চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই প্রেসিডেন্ট হু চিন থাও , চীন সরকার ও জনগণের পক্ষ থেকে পেইচিংস্থ রাশিয়ার দূতাবাসে গিয়ে ইয়েলত্সিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
|