২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস। চীনের জাতীয় মেধাস্বত্ব সংরক্ষণ কার্যালয়ের পরিচালক চিয়াং চেন ওয়ে এ দিনে চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে প্রকাশিত ভাষণে বলেছেন, চীন মেধাস্বত্ব সংরক্ষণের কাজ ভালভাবে করতে সক্ষম এবং আস্থাবান।
চিয়াং চেন ওয়ে বলেছেন, চীনের মেধাস্বত্ব আইন ব্যবস্থা আন্তর্জাতিক চলতি নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ এবং অপেক্ষাকৃত স্বয়ংসম্পূর্ণ । মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে চীন বিপুল পরিমাণ কাজ সফলতার সঙ্গে করেছে। ভবিষ্যতে চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব সংরক্ষণের মাত্রা জোরদার করবে, মেধাস্বত্ব লঙ্ঘনের কার্যকলাপে আঘাত হানবে, মেধাস্বত্ব সংরক্ষণ সংক্রান্ত আইন জোরদার করবে, আইন অনুযায়ী মেধাস্বত্ব লঙ্ঘনে অপরাধের জন্য ফৌজদারী ব্যবস্থা নেবে।
২৬ এপ্রিল চীনের বিভিন্ন অঞ্চল সেমিনার, প্রদর্শনী ও ওয়েবসাইটে সই করাসহ নানা কর্মসূচীর মাধ্যমে জনসাধারণের কাছে মেধাস্বত্ব সংরক্ষণের জ্ঞান বিষয়টি প্রচার করেছে। যাতে তাঁদের মেধাস্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে আরো সচেতনতা বাড়ানো যায়।
|