মিয়ানমার ও উত্তর কোরিয়া প্রায় ২৪ বছর ধরে বন্ধ কূটনৈতিক সম্পর্ক ২৬ এপ্রিল আবার স্বাভাবিক হয়েছে ।
দক্ষিণ কোরিয়ার ইংহাপ সংবাদ সংস্থার খবরে প্রকাশ , মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী উ কিয়াও থুর ইয়াংকুন সফররত উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী কিম ইয়ুং ইলের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক শেষে দু'পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুণরায় চালু সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও একই দিন পেইচিংয়ে বলেছেন , উত্তর কোরিয়া ও মিয়ানমার উভয়েই চীনের বন্ধুত্বপ্রতীম প্রতিবেশী দেশ । চীন দু'দেশের সম্পর্কের উন্নয়নকে স্বাগত জানায় ।
|