২৬ এপ্রিল সপ্তম বিশ্ব মেধাস্বত্ব দিবস । চীনের জাতীয় মেধাস্বত্ব রক্ষা বিষয়ক কার্যালয়ের প্রধান চিয়াং চেনওয়েই সি আর আইর মাধ্যমে এক ভাষণে বলেছেন , চীন সুষ্ঠুভাবে মেধাস্বত্ব রক্ষা করতে সক্ষম । পরবর্তীকালে চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করবে , মেধাস্বত্ব লংঘণকারী আচরণের উপর আঘাত হানবে , আইনগত দিক থেকে মেধাস্বত্বরক্ষার কাজ জোরদার করবে এবং আইন অনুযায়ী মেধাস্বত্ব লংঘনের বিরুদ্ধে মামলা দায়ের করবে ।
চিয়াং চেনওয়েই বলেছেন , এখন চীন মেধাস্বত্ব রক্ষা পরিবেশ উন্নয়নের চেষ্টা করছে । চীনের বিভিন্ন এলাকায় মেধাস্বত্ব রক্ষার জন্য বহু কার্যকর কাজ করা হয়েছে এবং বলিষ্ঠভাবে মেধাস্বত্ব লংঘনের নানা ধরণের অপরাধ রোধ করা হয়েছে । তিনি বলেছেন , চীন দৃঢ়তার সঙ্গে এবং অবিচলিতভাবে মেধাস্বত রক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে । পরিপূর্ণ আইনগত ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি অপেক্ষাকৃত পরিপূর্ণ প্রশাসনিক তত্ত্বাবধান ও সমন্বয় ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে । তা ছাড়া গোটা সমাজে মেধাস্বত্ব রক্ষার এক সু পরিবেশ গড়ে তোলা হয়েছে ।
চীন সরকার মেধাস্বত্ব রক্ষার কাজে খুব মনোযোগ দিয়ে আসছে । বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভূক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত চীনে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সংঙ্গতিপূর্ণ মেধাস্বত্বসংক্রান্ত নানা ধরণের আইনগত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং মেধাস্বত্ব লংঘন অপরাধ নির্মূলকরার ব্যাপারে বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ মামলা দায়েরের কাজ করেছে ।
জানা গেছে , শুধু গত এক বছরে চীন মোট৭ কোটি ৩০ লাখ নকল অডিও ও ভিডিও দ্রব্য বাজেয়াপ্ত করেছে । পেটেন্ট বিভাগ , শুল্ক বিভাগ, শিল্প ও বাণিজ্য বিভাগ সহ নানা বিভাগ মোট ১ বিলিয়ন রেনমিনপি মূল্যের ১৭ হাজার মেধাস্বত্ব লংঘন মামলা দায়েরের কাজ করেছে । তাছাড়া চীনের ৫০টি বড় ও মাঝারি শহরে মেধাস্বত্ব রক্ষা সম্পর্কিত অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে ।
চিয়াং চেনওয়েই বলেছেন , কিন্তু চীনের মেধাস্বত্ব রক্ষার কাজের দুর্বলতাও রয়েছে । মেধাস্বত্ব রক্ষার কাজ দুরুহ । তা সত্ত্বেও মেধাস্বত্ব রক্ষার কাজ করতে চীন আশাবাদী ।
জানা গেছে , এ বছর চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্সার কাজ জোরদার করতে থাকবে । আইনগত দিক থেকে মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করা এবং আইন অনুযায়ী মেধাস্বত্ব লংঘন করার অপরাধে মামলা দায়েরের কাজ করা এ বছরের মেধাস্বত্ব রক্ষার প্রধান কাজ । চিয়াং চেনওয়েই বলেছেন , ২০০৭ সালে চীন মেধাস্বত্ব লংঘন করার অপরাধে দায়েরের কাজ জোরদার করবে ।আইন অনুযায়ী নানা ধরণের ফোজদারী জরিমানা ব্যবস্থার মাধ্যমে কঠোরভাবে মেধাস্বত্ব সম্পর্কিত অপরাধী আচরণের জন্য শাস্তি দেবে । সুষ্ঠুভাবে মেধাস্বত্ব সম্পর্কিত দেওয়ানি মামলা পরিচালনা করবে । বাজার প্রতিদ্বন্দ্বীতার শৃঙখলাকে বজায় রাখবে । উপযুক্তভাবে উদ্ভাবনের ফলাফলকে রক্ষা করবে । সুষমভাবে দেশিবিদেশী অভিযোগকারীদের বৈধ অধিকার ও স্বার্থকেরক্ষা করবে এবং নতুন শিল্পের সুষ্ঠু বিকাশকে ত্বরান্বিত করবে ।
চিয়াং চেনওয়েই বলেছেন , চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষাব্যবস্থাকে পরিপূর্ণ করে তুলবে । উদ্ভাবনের পরিবেশ উন্নত করবে । মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা ব্যবস্থাকে উন্নত করবে এবং আরও ভালভাবে বাজারের শৃঙখলার পুনর্বিন্যাস করবে । তাছাড়া চীন সরকার বিদেশী সরকার এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংলাপ ব্যবস্থা সুদৃঢ় করবে এবং প্রকাশ্যে মেধাস্বত্ব সম্পর্কিত বিচার ব্যবস্থা কার্যকরকরবে । তিনি বলেছেন , চীন দায়িত্বের সঙ্গে মেধাস্বত্ব রক্ষার কাজকে ত্বরান্বিত করবে । উদ্ভাবনশীল দেশ গঠন এবং অর্থনীতিরবিশ্বায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের উন্নয়নের ব্যাপারে এটা আমাদের একটি অনিবার্য বাছা । সুতরাং চীনকে মেধাস্বত্ব রক্ষার কাজ জোরদার করতে হবে ।
|