বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ২৫ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসনোটে জানিয়েছে , জনস্বার্থ রক্ষার জন্যে সরকার হাসিনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল । এ বিধিনিষেধ অস্থায়ী । এখন তা প্রত্যাহার করা হয়েছে ।
১৫ মার্চ হাসিনা যুক্তরাষ্ট্রে ছেলে মেয়েদের দেখার জন্য গিয়েছিলেন । ২৩ এপ্রিল তার দেশে ফিরে আসার কথা । ১৮ এপ্রিল সরকার তাঁর দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে । শেখ হাসিনার বিষয়ে যে প্রেসনোট জারী করেছিল , তাতে বলা হয়েছিল : হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বহীন লাগাতার আন্দোলন ও কর্মকান্ডের কারণে সৃষ্ট অরাজক পরিস্থিতিতে দেশের জন-শৃংখলা বিপর্যস্ত ও নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে পড়ে ।
|