২৫ এপ্রিল জাতিসংঘের ইরাককে সাহায্যকারী দলের প্রকাশিত ইরাকের মানবাধিকার সংক্রান্ত নতুন রিপোর্টে বলা হয়েছে, ইরাকের মানবিক সংকট ক্রমাগত সারাত্মক আকার ধারণ করছে এবং নিরীহ লোকজনের হতাহত ইরাক সরকারের সংখ্যা গোপন করার জন্য নিন্দা করেছে ।
রিপোর্টে আরো বলা হয়েছে, সাহায্যকারী দলের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী বাগদাদে নতুন নিরাপত্তা পরিকল্পনা চালু হওয়ার পর ধর্মীয় দলগুলোর সংঘর্ষে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের এলাকাগুলোয় অনেক নিরীহ লোক হতাহত হয়েছে । কিন্তু ইরাক সরকার হতাহতের সংখ্যার বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয় নি ।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এদিন এক বিবৃতিতে বলেছেন, ইরাক সরকার জাতিসংঘের রিপোর্টের প্রতি গুরুত্ব দিয়ে থাকে । তিনি বলেছেন, তবে এ রিপোর্ট সঠিক নয় , গুরুত্বপূর্ণ বিষয়ে আস্থাহীন এবং ইরাকের মানবাধিকার অবস্থা ও ন্যায়বিচারের কথা প্রকাশিত হয় নি । এ রিপোর্টটি জাতিসংঘের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে ।
|