v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-26 14:28:39    
নতুন ও পুরো গান

cri

    আই চিং হচ্ছেন চীনের সঙ্গীত ক্ষেত্রের জনপ্রিয় একজন শিল্পী। ১৯৯২ সালে তিনি প্রথম এলবাম 'আমার ১৯৯৭' প্রকাশ করেছেন। এলবামের শিরো নামের গান তার নিজের জীবনের মতই এবং এ গানের মধ্য দিয়ে তরুণ-তরুণীদের প্রেম ও ভালোবাসার কথা তাদের ভালো লাগার কথা ও জীবন ক্ষেত্রে তাদের প্রত্যাশার কথা প্রকাশিত হয়েছে।

(সংগীত-২)

    গানের কথা হলঃ যখন আমার বয়স মাত্র ১৭ বছর, তখন আমি শেনইয়াং ছেড়ে এসেছি আমার জীবনের টানে। আমি একাই অচেনাই পেইচিং শহরে এসেছিলাম। তার পর পেইচিং থেকে সাংহাই পর্যন্ত আমি গান গেয়ে বেড়িয়েছি। এবং সাংহাই থেকে গাইতে গাইতে দক্ষিণ চীনে গিয়েছি। কুয়াংচৌতেও আমি বেশ অনেক দিন কাটিয়েছি। আমার প্রেমিকতো হংকংয়ে থাকে। তাড়াতাড়ি আসো, আমার ১৯৯৭, তারপর পরই আমি হংকংয়ে পারি দিয়েছি। তাড়াতাড়ি আসো আমার ১৯৯৭, আমি তার সাথে জীবনের নাগর দোলার ছায়াছবি দেখবো।

    ২০০৪ সালে সঙ্গীত শিল্পী তিং ওয়েই তার তৃতীয় এলবাম 'প্রিয় তিং ওয়েই' প্রকাশ করেছেন। তিনি এলবাম তৈরী এবং গান গাওয়াসহ এলবাম নির্মাণের সব কাজেই অংশ নিয়েছেন। তার সঙ্গীত আগের মতই সুন্দর এবং হৃদয় গ্রাহী ও আশাদীপ্ত। তার গান শুনলে নিজেকেই যেন খুজে পাওয়া যায় সুরের বর্ণনা ধারায়। প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে, আমরা এক সঙ্গে তিং ওয়েই'র নতুন এলবামের প্রধান গান 'আবার দেখা হবে, আমি তো তোমাকেই ভালোবাসি' শুনবো। গানটিতে একটি মেয়ে তার ভালোবাসার মানুষটির প্রতি প্রত্যাশা ও তাকে অকত্তিম শুভেচ্ছা গানানোর কথা বলা হয়েছে। সুললিত ভাষায় ও মোহনীয় সুরে সুরে।

(সংগীত-৩)

    প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের চীনের মূল-ভূভাগের কয়েকজন খ্যাতিমান শিল্পীর জীবন কথাসহ তাদের কয়েকটি জনপ্রিয় গান শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার কথা হবে। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।


1 2