ক্যানাডার সংসদ ২৪ এপ্রিল বিরোধী ও লিবারেল পার্টি উপস্থাপিত যে ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দিয়েছে ।
এ প্রস্তাবে জনগণকে যথাসময়ে সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়া এবং এ সিদ্ধান্ত যথাযথভাবে ন্যাটোর মিত্রদেশগুলোকে জানানোর বিষয়টি অন্তর্ভূক্ত হয়েছে। এদিন ক্যানাডার সংসদ ১৫০টি বিপক্ষ ভোট দিয়ে এবং ১৩৪টি পক্ষের ভোটের এ প্রস্তাব নাকচ করে দেয়।
ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির সদস্যরা বিপক্ষে ভোট দেন । প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ভোট নেয়ার আগে বলেছেন, এ প্রস্তাবের বিরোধী অবস্থান নেয়ার দু'টি গুরুত্বপূর্ণ কারণ ছিলঃ একটি হলো এখন সৈন্য প্রত্যাহারের আলোচনায় ঠিক সময় নয়। আরেকটি হলো এ ব্যাপারে ক্যানাডার সিদ্ধান্ত এই সূহুর্তে ন্যাটোকে না জানানো।
|