চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছাং ছুন ২৪ এপ্রিল পেইচিং কনফুসিয়াস ইন্সটিটিউট দফতরে বলেছেন, বিশ্বে হান ভাষার উন্নয়নের জন্য চীন অব্যাহতভাবে কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনে প্রচেষ্টা চালাবে । একই সঙ্গে চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী ত্বরান্বিত করার জন্য অবদান রাখবে।
তিনি আরো বলেছেন, কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপন, বিশ্বে হান ভাষার উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা চীনে একটি শান্তিপূর্ণ এবং সম্প্রীতিমূলক সমাজ স্থাপনের জন্যে সহায়ক হবে।
তিনি সংশ্লিষ্ট পক্ষের প্রতি দ্রুত ইন্টারনেট কনফুসিয়াস ইন্সটিটিউট উন্নয়নের দাবি জানিয়েছেন। তিনি বলেন স্বেচ্ছাসেবী শিক্ষক দল তৈরী জোরদার করা হবে। এর মাধ্যমে বিশ্বে হান ভাষার প্রভাব কার্যকরভাবে উন্নত হবে।
|