রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরোভ ২৪ এপ্রিল লুকসেম্বোর্গে বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থায় অংশ নেয়ার ইচ্ছা রাশিয়ার নেই । রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভিত্তির অভাব রয়েছে।
তিনি লুকসেম্বোর্গের পররাষ্ট্র মন্ত্রী জীন আসেলবোর্নের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষের উচিত মতৈক্যে পৌঁছানোর ভিত্তিতে সহযোগিতা স্থাপন করা। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কিত হুমকি রাশিয়া গুরুত্ব সহকারে দেখছে।
|