চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ইয়াং ই ২৫ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ান নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করার যে আবেদন করেছে , তা থেকে বোঝা যায় , স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী শক্তির মাতৃভূমিকে বিভক্ত করার অপপ্রয়াস বিস্তৃত হয়েছে । মূলভূভাগ তা দৃঢ়ভাবে বিরোধিতা করে ।
এ দিন অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে ইয়াং ই বলেছেন , মাতৃভূমির মূলভূভাগ বরাবরই ব্যাপক তাইওয়ানবাসীদের স্বাস্থ্যের ওপর মনোযোগ দিয়ে আসছে এবং চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে দুই তীরের বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত করে আসছে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাক্ষরিত সংশ্লিষ্ট স্মারক লিপি অনুযায়ী মূলভূভাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কর্মসূচীতে অংশগ্রহণের জন্য তাইওয়ানের চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার বিশেষজ্ঞদের সক্রিয়ভাবে সমর্থন করে আসছে ।
তিনি বলেছেন , চীনের একটি অংশ হিসেবে তাইওয়ানকে সদস্য বা সহযোগী সদস্যের নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্তর্ভুক্ত করতে হবে না ।
|